হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ ডিসি অফিসে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙল জাসাস

নারায়ণগঞ্জ প্রতিনিধি

শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় চত্বরে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আজ শুক্রবার সকালে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতা-কর্মীরা ভাস্কর্যটি গুঁড়িয়ে দেন। এ সময় একই চত্বরে থাকা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি কালো কালিতে ঢেকে দেওয়া হয়।

বিষয়টি স্বীকার করে জাসাসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানি বলেন, ‘সারা দেশেই শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অপসারণ করা হয়েছে। নারায়ণগঞ্জে ছাত্র-জনতা বিভিন্ন স্থানে ভাস্কর্য ভেঙে দিয়েছে। কিন্তু জেলা প্রশাসক কার্যালয়ে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ঢেকে রাখা হয়েছিল।’

তিনি বলেন, ‘৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে আমি এই ভাস্কর্য অপসারণ করার আলটিমেটাম দিয়েছিলাম। তবুও তারা অপসারণ করেনি। সে কারণে আজকে আমাদের নেতা-কর্মীরা ভাস্কর্য ভেঙে দিয়েছেন।’

জাসাস নেতা আরও বলেন, ‘আমরা জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাদের আশ্বস্ত করেছিলেন, বিষয়টি দেখবেন। কিন্তু প্রায় ১৫ দিনেও ভাস্কর্যটি অপসারণ করা হয়নি। আজকে ভাস্কর্য ভাঙার পাশাপাশি শেখ মুজিবের প্রতিকৃতি কালো কালি দিয়ে ঢেকে দিয়েছি। শুধু জেলা প্রশাসক কার্যালয়ে নয়, আরও কয়েকটি জায়গায় এখনো মূর্তি আছে—সেগুলোও আমরা ভেঙে দেব।’

এ বিষয়ে জেলা প্রশাসক মাহমুদুল হকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি তা ধরেননি।

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্রসহ আটক ৫

শেখ হাসিনার রেখে যাওয়া বিচারব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি: রফিউর রাব্বি

মাদক কারবারি ফাইটার মনির পুলিশের জালে, দেশীয় অস্ত্র উদ্ধার

ছাত্র আন্দোলনের মামলায় যুব মহিলা লীগ নেত্রীসহ ২ জন গ্রেপ্তার

মাহফিল থেকে ফেরার পথে ইসলামি বক্তার গাড়িতে ডাকাতি, আহত ২

নির্বাচনের জন্য ডোনেশন চেয়ে এনসিপি প্রার্থীর পোস্ট

সোনারগাঁয়ে মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১০