হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ফতুল্লায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, নগদ অর্থসহ ৪০ ভরি স্বর্ণালংকার লুট

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বুধবার ভোরে ফতুল্লার সস্তাপুর গাবতলা এলাকার রেজাউল করিম মালার বাড়িতে এ ঘটনা ঘটে।

এ সময় ডাকাতদল প্রায় সাত লাখ টাকা ও ৪০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। ভুক্তভোগী রেজাউল করিম ফতুল্লার সস্তাপুর এলাকার ঢাকা টেক্সটাইল নামের একটি কারখানার মালিক।

ভুক্তভোগী রেজাউল করিম বলেন, ‘ভোরে বাড়ির পেছনের জানালার গ্রিল কেটে ছয়জন ডাকাত ঘরে প্রবেশ করে। ডাকাতদের একজনের হাতে পিস্তল ও অন্যদের হাতে ধারালো ছুরি ছিল। ঘরের বাইরেও ডাকাত দলের আরও কিছু সদস্য দাঁড়িয়ে ছিল। প্রত্যেকের মুখে কাপড় বাঁধা ছিল। তারা আমাদের হাত-পা বেঁধে ফেলে। চিৎকার দেওয়ার চেষ্টা করলে আমার ছেলে আলাউদ্দিন ও তাঁর স্ত্রী নাসরিনকে এলোপাতাড়ি মারধর করে। ঘর থেকে প্রায় ৪০ ভরি স্বর্ণালংকার ও নগদ সাত লাখ টাকা লুটে নিয়ে পালিয়ে যায়। যাওয়ার সময় দুটি গুলি করে ভয় দেখিয়ে যায়।’

ঘটনাস্থলে আসা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে কিছু আলামত উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে সিসিটিভি ফুটেজ উদ্ধার করা হয়েছে। ডাকাতদের শনাক্ত করার চেষ্টা করছি আমরা।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।

ড্রামের ভেতর থেকে উদ্ধার যুবকের মরদেহ

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

নারায়ণগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা