নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্র, মাদক, ওয়াকিটকিসহ সজিব প্রধান (৩৫) নামের এক গ্যাং লিডারকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার তারাব পৌরসভার দক্ষিণপাড়া এলাকায় বিশেষ এই অভিযান চালানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী। তিনি বলেন, ঈদুল আজহা সামনে রেখে ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে যৌথ বাহিনী বিশেষ অভিযান চালায়।
গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ‘কুত্তা শ্রাবণ’ পালিয়ে গেলেও তাঁর ঘনিষ্ঠ সহযোগী গ্যাং লিডার সজিব প্রধানকে আটক করা হয়।
এ সময় সজিবের কাছ থেকে ইয়াবা, গাঁজা, হেরোইন, দেশীয় অস্ত্র এবং কয়েকটি ওয়াকিটকি উদ্ধার করা হয়। গ্রেপ্তার সজিব প্রধানকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।