হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সিল মারা ব্যালট নিয়ে ছবি তুলে আ.লীগ নেতার পোস্ট

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের এক নেতার সিল মারা ব্যালট নিয়ে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়েছে। আজ মঙ্গলবার উপজেলার একটি কেন্দ্রে ভোট প্রদানকালে সিল মারা ব্যালটটি নিয়ে ছবি তোলেন তিনি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। 

তবে এ ধরনের ভোটের ব্যালট প্রদর্শনকে আইনের লঙ্ঘন বলছেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি। তিনি আজকের পত্রিকাকে বলেন, প্রকাশ্যে সিলযুক্ত ব্যালট প্রদর্শনের সুযোগ নেই। এমন কিছু কেউ করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

পোস্ট দেওয়া সেই আওয়ামী লীগ নেতার নাম সোহাগ রনি। তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। ২০২২ সালের ১৫ জুন নৌকা প্রতীক নিয়ে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদে নির্বাচন করে পরাজিত হন তিনি। 

নিজের ফেসবুক অ্যাকাউন্টে ব্যালটে সিল মারা ছবি প্রকাশ করে সোহাগ রনি লিখেন, ‘ইনশাল্লাহ্ জয় আমাদের আসবেই’। তিনি আনারস প্রতীকে সিল দেখিয়ে প্রমাণ করেছেন যে চেয়ারম্যান প্রার্থী বাবুল হোসেন ওমরকে ভোট দিয়েছেন। এই প্রার্থীকে স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সারও সমর্থন দেন। 

এই বিষয়ে জানতে চাইলে সোহাগ রনি আজকের পত্রিকাকে বলেন, ‘আইনের বিষয় আমার জানা নেই। এর আগেও জাতীয় সংসদ ও স্থানীয় নির্বাচনে অনেকে প্রকাশ্যে সিলযুক্ত ব্যালট দেখিয়েছেন। তাঁদের তো কিছু হয়নি।’

জামিনে বেরিয়ে হত্যা মামলার বাদীর ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

হাদির হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অন্ধকারকে দোষারোপ নয়, মোমবাতি হয়ে উঠতে হবে

শীতলক্ষ্যা তৃতীয় সেতুর নতুন নাম ‘শহীদ ওসমান হাদি’

ঘন কুয়াশায় নোঙর করে রাখা বাল্কহেডে লঞ্চের ধাক্কা, ১১ ঘণ্টা পর দুই লাশ উদ্ধার

ঘন কুয়াশায় নোঙর করে রাখা বাল্কহেডে লঞ্চের ধাক্কা, নিখোঁজ ২

নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার পর শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার আসামির জবানবন্দি

অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

যুবশক্তির তিন নেতাকে হত্যার হুমকি, সোনারগাঁ থানায় জিডি

নিখোঁজের ১৮ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার