নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শ্রেণিকক্ষে ১০ ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার দুপুরে সোনারগাঁ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীরা ওই বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়াশোনা করে।
শিক্ষক ও শিক্ষার্থীরা জানায়, দুপুরে ক্লাস চলার সময় প্রথমে এক শিক্ষার্থী শ্বাসকষ্ট অনুভব করে। পরে একে একে ১০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। বিকেলে পরিবারের লোকজন তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে সাতজনকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসা শেষে এক ছাত্রীকে বাড়িতে পাঠানো হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাহমিনা আক্তার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা শ্বাসকষ্টে আক্রান্ত। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।