হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রূপগঞ্জে ইউনাইটেড লেদার কারখানার আগুন নিয়ন্ত্রণে

প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউনাইটেড গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ইউনাইটেড লেদার কারখানার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। দোতলা টিনশেড ভবনের দ্বিতীয় তলার কেমিক্যাল ইউনিটে আজ বুধবার দুপুর সোয়া ১২টায় এই আগুনের সূত্রপাত ঘটে। পরে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

প্রতিষ্ঠাটির অ্যাডমিন ম্যানেজার ফজলুর রহমান জানান, দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার তারাবো পৌরসভার মৈকুলী এলাকার ইউনাইটেড লেদার কারখানার কেমিক্যাল গোডাউনে ধোয়া দেখতে পান তাঁরা। এ সময় দ্রুত ডেমরা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে চলে আসে। পরে দুপুর ১টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে চলে এলেও ততক্ষণে গোডাউনের সমস্ত কেমিক্যাল পুড়ে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কারখানার স্পিনিং সেকশন চালু থাকলেও লেদার সেকশন বন্ধ থাকায় কোনো হতাহত হয়নি বলে জানান তিনি। 

এদিকে একই গ্রুপের আরেকটি কারখানার শ্রমিক রুমা আক্তার বলেন, দুপুর সোয়া ১২টার দিকে কেমিক্যালের গোডাউনে হঠাৎ করে আগুন ধরে যায়। আগুন জ্বলতে দেখে আমরা দ্রুত বেরিয়ে যাই। এ সময় আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে যেতে থাকে। 

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক (অপারেশন) দেবাশীষ বর্মণ জানান, প্রতিষ্ঠানে আগুন লাগার সংবাদে ঢাকা হেড কোয়ার্টারসহ ডেমরা কাঞ্চন আড়াইহাজার নারায়ণগঞ্জের ১৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত জানাতে পারেননি তিনি। 

সোনারগাঁয়ে লরি বিকল: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

জামিনে বেরিয়ে হত্যা মামলার বাদীর ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

হাদির হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অন্ধকারকে দোষারোপ নয়, মোমবাতি হয়ে উঠতে হবে

শীতলক্ষ্যা তৃতীয় সেতুর নতুন নাম ‘শহীদ ওসমান হাদি’

ঘন কুয়াশায় নোঙর করে রাখা বাল্কহেডে লঞ্চের ধাক্কা, ১১ ঘণ্টা পর দুই লাশ উদ্ধার

ঘন কুয়াশায় নোঙর করে রাখা বাল্কহেডে লঞ্চের ধাক্কা, নিখোঁজ ২

নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার পর শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার আসামির জবানবন্দি

অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

যুবশক্তির তিন নেতাকে হত্যার হুমকি, সোনারগাঁ থানায় জিডি