হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই স্বেচ্ছাসেবক দল নেতার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সোনারগাঁ থানা। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শান্ত খানের বিরুদ্ধে পুলিশের কাছ থেকে হাতকড়া পরানো অবস্থায় এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার সাদীপুর ইউনিয়নের লস্করবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওয়ারেন্টভুক্ত আসামি রিপনকে (২৫) পুলিশ গ্রেপ্তার করলে স্বেচ্ছাসেবক দল নেতা শান্ত খান দলবল নিয়ে তাঁকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেন। রিপন লস্করবাড়ি এলাকার আলী হোসেনের ছেলে।

সোনারগাঁ উপজেলার তালতলা তদন্তকেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) সেলিম মিয়া বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারেন্টভুক্ত আসামি রিপনকে গ্রেপ্তার করে হাতকড়া পরানো হয়। তাঁকে থানায় নিয়ে আসার পথে স্বেচ্ছাসেবক দলের নেতা শান্ত খান দলবল নিয়ে এসে আসামিকে আমাদের হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে যান এবং আমাদের ওপর হামলার চেষ্টা করেন।’

অভিযোগের বিষয়ে জানতে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শান্ত খানের মোবাইল ফোনে কল করা হলে তিনি তা ধরেননি।

জানতে চাইলে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলার স্বেচ্ছাসেবক দলের সভাপতি সালাউদ্দিন সালুকে একাধিকবার ফোন কল করা হলে তিনি তা ধরেননি।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইমাম বলেন, ‘এ বিষয়ে এখনো আমি কিছুই জানি না। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ড্রামের ভেতর থেকে উদ্ধার যুবকের মরদেহ

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

নারায়ণগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা