হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

১৯ দিন পর বাবার পিস্তল নিয়ে ঘরে খিল দেওয়া যুবকের আত্মসমর্পণ

প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুপ্রিম কোর্টের একজন আইনজীবীর লাইসেন্স করা পিস্তল নিয়ে ঘরে খিল দিয়ে বসে ছিলেন শামীম (৩৫)। অবশেষে ১৯ দিন পর গতকাল সোমবার রাতে তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। গত ২৬ আগস্ট শামীম বাবার বৈধ অস্ত্র চুরি করে নিজেদের বাড়ির একটি কক্ষে খিল দিয়ে বসে থাকেন। উপজেলার দাউদপুর ইউনিয়নের কালনী হিরনাল এলাকায় ঘটে এই ঘটনা।

জানা যায়, গত ২১ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী রফিকুল ইসলাম তাঁর লাইসেন্স করা পিস্তলটি খুঁজে পাচ্ছিলেন না। পিস্তলটি ছয় রাউন্ড গুলিভর্তি ছিল। ২২ আগস্ট রূপগঞ্জ থানায় জিডি করেন তিনি। ২৬ আগস্ট তাঁর মাদকাসক্ত ছোট ছেলে শামীম বাড়ির দোতলার একটি কক্ষে নিজেকে অবরুদ্ধ করেন এবং সেই অস্ত্রটি দেখান। আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে ২৯ আগস্ট সাভারের আশুলিয়ায় অবস্থিত মাদকাসক্ত নিরাময় কেন্দ্র বেস্ট এডিশন ইনস্টিটিউটের একটি টিম রূপগঞ্জ থানা-পুলিশের সহায়তায় শামীমকে নিতে আসে। ঘরের দরজা ভেঙে বের করার চেষ্টা করলে শামীম তাঁদের লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়েন। একটি গুলি বেস্ট এডিশন ইনস্টিটিউটের কর্মকর্তা আসাদুজ্জামান খান পরাগের হাতে লাগে। পরের দিন সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম ও রূপগঞ্জ থানা-পুলিশ ও ফায়ার সার্ভিস কয়েকবার চেষ্টা করে। এ সময় পুলিশ কক্ষের ভেতরে শটগানের দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। জবাবে শামীমও কয়েক রাউন্ড গুলি করে। শেষ পর্যন্ত থানা-পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ ও ফায়ার সার্ভিস ব্যর্থ হয়ে চলে যায়। পুলিশ সদস্যরা এতদিন বাড়িটি ঘিরে রেখেছিলেন। গতকাল সোমবার রাতে শামীম অস্ত্রসহ পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। পুলিশ ওই আইনজীবীর কাছে থাকা ৩৫ রাউন্ড গুলিও জব্দ করেছে।

রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ জানান, আজ মঙ্গলবার সকালে পুলিশ মাদকাসক্ত শামীমকে সাভারের আশুলিয়ায় অবস্থিত মাদকাসক্ত নিরাময় কেন্দ্র বেস্ট এডিশন ইনস্টিটিউটে হস্তান্তর করা করেছে। আইনজীবীর লাইসেন্সকৃত পিস্তল ও গুলি থানায় জমা আছে। আইনজীবীর অস্ত্র ব্যবহারের লাইসেন্স বাতিলের জন্য পুলিশের পক্ষ থেকে যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করা হচ্ছে।

ড্রামের ভেতর থেকে উদ্ধার যুবকের মরদেহ

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

নারায়ণগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা