হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

তিন মামলায় আইভীর জামিন আবেদন নামঞ্জুর

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডা. সেলিনা হায়াৎ আইভী। ফাইল ছবি

দুটি হত্যা ও একটি হত্যাচেষ্টার মামলার শুনানি শেষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামীম আজাদের আদালতে এই আদেশ দেন। জামিন শুনানির সময় আইভীকে আদালতে হাজির করা হয়নি।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে সিদ্ধিরগঞ্জ থানায় মিনারুল হত্যা মামলা, তুহিন হত্যা মামলা ও নাদিম হত্যাচেষ্টার মামলায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামীম আজাদের আদালতে জামিন শুনানি হয়। আদালত দুই পক্ষের শুনানি শেষে তিনটি মামলায় আইভীর জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দেন।

এ বিষয়ে আইভীর আইনজীবী আওলাদ হোসেন বলেন, ‘দুটি হত্যা ও একটি হত্যাচেষ্টার মামলায় তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। এসব ঘটনায় তাঁর সম্পৃক্ততার কোনো বর্ণনা নেই। তাই তিনি জামিন পাওয়ার হকদার। কিন্তু তাঁকে জামিন দেওয়া হয়নি। আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি। আমরা জামিনের জন্য ভবিষ্যতে উচ্চ আদালতে যাব।’

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক নয়ন বলেন, দুটি হত্যা ও একটি হত্যার চেষ্টা মামলায় আইভী হুকুমের আসামি। এরই মধ্যে একটি হত্যা মামলায় দুই দিনের রিমান্ডে আইভী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। উল্লেখ্য, গত ৯ মে সাবেক মেয়র আইভীকে শহরের পশ্চিম দেওভোগ তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই বসানো হয়েছে মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বাল্কহেড

নারায়ণগঞ্জে এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাত

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১৮ ভবন খালি করার নির্দেশ

নারায়ণগঞ্জে ঘুরতে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ

রূপগঞ্জে ফেসবুক মন্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫

নারায়ণগঞ্জ শহরের সুগন্ধা প্লাস রেস্তোরাঁয় বাসি খাবার, লাখ টাকা জরিমানা

সোনারগাঁয়ে বিস্ফোরণে শিশুসহ এক পরিবারের চারজন দগ্ধ

চাকরির কথা বলে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, থানায় মামলা

পরকীয়ার জেরে খুন হন সুমন খলিফা, স্ত্রী-প্রেমিকসহ গ্রেপ্তার ৬