হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

২ শিশু ধর্ষণের ঘটনায় সিলেট থেকে যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে দুই শিশু ধর্ষণের ঘটনা শিপন আহম্মেদ (৩৪) নামে এক যুবককে সিলেট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ মঙ্গলবার সংস্থার নারায়ণগঞ্জ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান পিবিআই পুলিশ সুপার আল মামুন শিকদার।

গ্রেপ্তার যুবক নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নের সৈয়দপুর এলাকার বাসিন্দা। তার গ্রামের বাড়ি সিলেট জেলায় বলে জানায় পিবিআই।

প্রাথমিক তদন্তের বরাতে পুলিশ সুপার আল মামুন বলেন, ‘গত ৮ ফেব্রুয়ারি বিকেলে ৮ ও ১০ বছরের দুই শিশুকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে অভিযুক্ত শিপন। বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি শিপনের পক্ষ নিয়ে ভুক্তভোগী পরিবারের সঙ্গে মীমাংসার চেষ্টা করে। তারা কৌশলে আসামিকে এলাকা ছেড়ে পালিয়ে যেতে সুযোগ করে দেন।

ঘটনার দুদিন পর ভুক্তভোগী এক শিশুর (১০) বাবা গত রোববার (১০ মার্চ) নারায়ণগঞ্জ সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা করেন। মামলার তদন্তভার স্বপ্রণোদিতভাবে গ্রহণ করে পিবিআই নারায়ণগঞ্জ। একইদিন আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেয় ভুক্তভোগী দুই শিশু। মামলার ২৪ ঘন্টার মধ্যেই আসামিকে গ্রেপ্তার করে পিবিআই।’

পিবিআই এসপি আরও বলেন, ‘অভিযুক্ত ব্যক্তির সঙ্গে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সম্পর্ক থাকায় সে এই ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এমনকি ভুক্তভোগী পরিবারকে মামলা না করার জন্যও ভয়ভীতি দেখাতে থাকেন। মামলা করলে দুই শিশুকে হত্যা করে লাশ গুম করে ফেলবে বলেও হুমকি দেয় দুই পরিবারকে। যেই প্রভাবশালী ব্যক্তিরা ঘটনাটি ধামাচাপা দিয়ে আসামিকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন তাদেরও আইনের আওতায় আনা হবে।’

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্রসহ আটক ৫

শেখ হাসিনার রেখে যাওয়া বিচারব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি: রফিউর রাব্বি

মাদক কারবারি ফাইটার মনির পুলিশের জালে, দেশীয় অস্ত্র উদ্ধার

ছাত্র আন্দোলনের মামলায় যুব মহিলা লীগ নেত্রীসহ ২ জন গ্রেপ্তার