হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ শতাধিক র‍্যাব-পুলিশ মোতায়েন

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ঢাকায় আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশকে কেন্দ্র করে কঠোর অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যেকোনো বিশৃঙ্খলা বা নাশকতা এড়াতে শুধু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশেই মোতায়েন করা হয়েছে পুলিশ-র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাঁচ শতাধিক সদস্য। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। পয়েন্টে পয়েন্টে চলছে তল্লাশি কার্যক্রম। 

আজ শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সরেজমিনে এমন চিত্র দেখা গেছে। 

পুলিশ ও র‍্যাব সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুর পয়েন্টে ১০০ জন, সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে ৮০ জন, সাইনবোর্ডে ১২০ জন পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়া প্রতিটি পয়েন্টে র‍্যাবের শতাধিক সদস্য নিয়োজিত রয়েছেন। র‍্যাব-পুলিশ ছাড়াও নারায়ণগঞ্জ ডিবি পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। 

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা বলেন, ঢাকায় দুই দলের সমাবেশ ঘিরে কেউ যেন কোনো অরাজকতা সৃষ্টি না করতে পারে, সে জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর, কাঁচপুর, শিমরাইল মোড়, সাইনবোর্ড, চাষাঢ়া পয়েন্টসহ পুরো জেলায় সাড়ে তিন শতাধিক পুলিশ মোতায়েন রয়েছে। 

র‍্যাব-১১-এর অধিনায়ক (সিও) তানভীর মাহমুদ পাশা বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর, কাঁচপুর, মৌচাক, সাইনবোর্ড, চাষাঢ়াসহ আরও গুরুত্বপূর্ণ স্থানে আমরা চেকপোস্ট বসিয়েছি। যাঁদেরই সন্দেহ হচ্ছে, তাঁদের তল্লাশি চালানো হয়েছে। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ পুরো জেলায় দুই শতাধিক র‍্যাব সদস্য মোতায়েন রয়েছে।’

৩ দিন পর সিদ্ধান্ত পাল্টে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদের

গার্মেন্টস বন্ধের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৪ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদের ভোট না করার ঘোষণায় ক্ষুব্ধ দল

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি আটকে ছাত্রসংগঠনের বিক্ষোভ

নির্বাচন কে করবে আর করবে না—সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই বসানো হয়েছে মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বাল্কহেড

নারায়ণগঞ্জে এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাত