হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রূপগঞ্জে চাঁদা দাবির প্রতিবাদে সড়কে বিক্ষোভ, বাধা দিলে পুলিশের ওপর হামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

রূপগঞ্জে চাঁদা দাবির প্রতিবাদে সড়কে বিক্ষোভ। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিআরটিসি বাস ঠিকাদারদের চাঁদা দাবি ও চালকদের মারধরের প্রতিবাদে ভুলতা-কুড়িল বিশ্বরোডে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশাচালকেরা। গতকাল বুধবার দুপুরে কাঞ্চন সেতুর পশ্চিম পাশে এই বিক্ষোভ করা হয়। এ সময় কয়েকটি বাস আটকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। সড়ক থেকে তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে দুই পুলিশ সদস্যের ওপর হামলা করেন অটোরিকশাচালকেরা।

বিক্ষুব্ধ অটোরিকশাচালকদের দাবি, সম্প্রতি কুড়িল বিশ্বরোডে বিআরটিসি বাসের ঠিকাদারদের নিয়োজিত রাকিব ও জিহাদের লোকজন অটোরিকশাচালকদের কাছ থেকে মাসে ৩-৪ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁদের লোকজন বেশ কয়েকটি অটোরিকশা ভাঙচুরসহ চালকদের মারধর করেন।

গতকাল বুধবার সকালে আবারও অটোরিকশাচালকদের ওপর চড়াও হন তাঁরা। তাতে ক্ষিপ্ত হয়ে অটোরিকশাচালকেরা কাঞ্চন সেতুর পশ্চিম পাশে অবস্থান নেন। সেখানে সড়কে চলাচলরত বিআরটিসি বাস আটকে যাত্রীদের নামিয়ে দেন তাঁরা। অভিযুক্তদের শাস্তির দাবিতে বাস আটকে রাখা হয়।

খবর পেয়ে পূর্বাচল থানার পুলিশ ক্যাম্পের সদস্যরা গিয়ে সড়ক থেকে তাঁদের সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। এ সময় বিক্ষুব্ধ অটোরিকশাচালকেরা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু ছাইম ও কনস্টেবল বাচ্চুকে মারধর করেন। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হামলার শিকার পুলিশের এসআই আবু ছাইম বলেন, ‘বিআরটিসি বাস থেকে যাত্রীদের নিরাপদে নামাতে গেলে অটোরিকশাচালকদের মধ্যে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়। তারা আমাদের ওপর হামলা চালায়।’

এ বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী আজকের পত্রিকাকে বলেন, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্রসহ আটক ৫

শেখ হাসিনার রেখে যাওয়া বিচারব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি: রফিউর রাব্বি

মাদক কারবারি ফাইটার মনির পুলিশের জালে, দেশীয় অস্ত্র উদ্ধার

ছাত্র আন্দোলনের মামলায় যুব মহিলা লীগ নেত্রীসহ ২ জন গ্রেপ্তার