হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে ২১ শহীদ পরিবারে এনসিপির কোরবানির পশু উপহার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে আজ শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের মাঝে কোরবানির পশু উপহার দেয় এনসিপি। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের মাঝে কোরবানির পশু উপহার দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের পাঁচটি উপজেলার ২১টি শহীদ পরিবারের মাঝে একটি করে ছাগল উপহার দেওয়া হয়। শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এসব উপহার তুলে দেন এনসিপির নেতা-কর্মীরা।

উপহার পাওয়া শহীদ পরিবারগুলো হচ্ছে সিদ্ধিরগঞ্জ থানার সুমাইয়া আক্তার, ইরফান ভূঁইয়া, পারভেজ হালদার, তুহিন ও আহসান কবির। ফতুল্লা থানার মাবরুর হোসেন রাব্বি, আদিল ও পারভেজ। আড়াইহাজার থানার আরমান মোল্লা ও সজল মিয়া। সদর থানার আবু হাসাইন মিজি। বন্দর থানার মো. স্বজন এবং সোনারগাঁও থানার মোহাম্মদ সাইফুল হাসান দুলাল, ইমরান হাসান, মো. রোমান, ইব্রাহিম ও মো. জনি।

উপহার দেওয়ার বিষয়ে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব ও জেলা এনসিপির প্রধান সমন্বয়ক আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘আমরা সদস্যদের নিজস্ব অর্থায়নে ২১ জন শহীদের নামে কোরবানি করব। তারই অংশ হিসেবে শহীদ পরিবারে এসব পশু উপহার হিসেবে পৌঁছে দিচ্ছি। আমরা মনে করি, শহীদেরা আমাদের প্রেরণা।’

উপহার পেয়ে শহীদ পরিবারের স্বজনেরা এনসিপি নেতা-কর্মীদের ধন্যবাদ জানান। পরিবারের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

জুলাই আন্দোলনে শহীদ তুহিনের স্বজনেরা বলেন, ‘ঘটনার দিন তুহিন গাড়ি নিয়ে চিটাগাং রোড গিয়েছিল। সেখানে হেলিকপ্টার থেকে গুলিতে ঘটনাস্থলেই মারা যান। যারা আজ তুহিনকে স্মরণ করে কোরবানির পশু উপহার দিয়েছে তাদের ধন্যবাদ জানাই।’

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্রসহ আটক ৫

শেখ হাসিনার রেখে যাওয়া বিচারব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি: রফিউর রাব্বি

মাদক কারবারি ফাইটার মনির পুলিশের জালে, দেশীয় অস্ত্র উদ্ধার

ছাত্র আন্দোলনের মামলায় যুব মহিলা লীগ নেত্রীসহ ২ জন গ্রেপ্তার

মাহফিল থেকে ফেরার পথে ইসলামি বক্তার গাড়িতে ডাকাতি, আহত ২

নির্বাচনের জন্য ডোনেশন চেয়ে এনসিপি প্রার্থীর পোস্ট