হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সিদ্ধিরগঞ্জে নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকারসহ ১ কোটি টাকা লুট 

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নৌবাহিনীর সাবেক এক উচ্চপদস্থ কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকা ও ৭০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১ কোটি টাকা লুট করে নিয়ে গেছে ডাকাতেরা। 

আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে নৌবাহিনীর সাবেক কর্মকর্তা মরহুম আ. মান্নান দেওয়ানের জালকুড়ি তালতলা দেওয়ান মঞ্জিলে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী পরিবার জানায়, ১২-১৩ জন ডাকাত রাত প্রায় ৪টায় নবনির্মিত বিল্ডিংয়ের সিঁড়ি বেয়ে পুরোনো ভবনের দেওয়ান মঞ্জিলের দ্বিতীয় তলার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। তারা পরিবারের বড় ছেলে মুন্না দেওয়ানকে হাত ও মুখ বেঁধে সবাইকে জিম্মি করে ঘরের আলমারিতে রাখা ৭০ ভরি স্বর্ণ ও নগদ ১২ লাখ টাকা লুট করে নেয়। এ সময় ডাকাতের দল বাড়ির গৃহকর্তা রাশিদা দেওয়ানের ঘরে প্রবেশ করে। ঘরের জিনিসপত্র তছনছ করে মূল্যবান মালামাল নিয়ে যায়। 

হাজী রাশিদা দেওয়ান বলেন, ‘ফজরের আজানের আগে আমি সাহরি খাওয়ার জন্য তৈরি হয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে বসি। এ সময় আমার ছেলে মুন্নাকে দিয়ে ডাকাতদল ডেকে আমার দরজা খুলতে বলে। ছেলের শরীরটা ভালো না, তাই হয়তো এত রাতে আমাকে ডাকছে এটা মনে করে দরজা খুলে দিই। সঙ্গে সঙ্গে ছয়-সাত জনের দল রুমে ঢুকে আমার আলমারি খুলে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।’ 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা বর্তমানে ঘটনাস্থলে রয়েছি। বিস্তারিত পরে জানানো হবে।’

৩ দিন পর সিদ্ধান্ত পাল্টে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদের

গার্মেন্টস বন্ধের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৪ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদের ভোট না করার ঘোষণায় ক্ষুব্ধ দল

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি আটকে ছাত্রসংগঠনের বিক্ষোভ

নির্বাচন কে করবে আর করবে না—সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই বসানো হয়েছে মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বাল্কহেড

নারায়ণগঞ্জে এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাত