নারায়ণগঞ্জের ফতুল্লায় লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত আটজন যাত্রী নিখোঁজ রয়েছে। আজ বুধবার সকাল ৯টায় ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের ধর্মগঞ্জ খেয়াঘাটে ট্রলার পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রলারটিতে ৪০ থেকে ৫০ জন যাত্রী ছিল বলে জানায় দমকল বাহিনী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতাপনগর থেকে ধর্মগঞ্জের দিকে ছেড়ে আসা একটি ট্রলার কুয়াশার কারণে একটি লঞ্চের সঙ্গে ধাক্কা খায়। এতে ডুবে যায় যাত্রীবাহী ট্রলারটি। কিছু যাত্রী পাড়ে উঠতে সক্ষম হলেও নিখোঁজ রয়েছেন অনেকে।