হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

আড়াইহাজার পৌরসভায় সুন্দর আলীর জয়

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা নির্বাচনে জয় পেয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সুন্দর আলী। রাতে ভোট গণনা শেষে ফল প্রকাশ করেন রিটার্নিং কর্মকর্তা রবিউল ইসলাম।

নির্বাচনে সুন্দর আলী পেয়েছেন ৯ হাজার ৯৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমান জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৮৯০ ভোট। এ ছাড়া নারিকেল গাছ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মেহের আলী ১ হাজার ৩৩৯ ভোট এবং মোবাইল প্রতীকে মামুন অর রশিদ ২ হাজার ১০৭ লাভ করেন। 

সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ইভিএম মেশিনে ভোট গ্রহণ করা হয়। ২৪ হাজার ৪৫৬ জন ভোটারের মধ্যে ১৮ হাজার ৩৩৮ টি বৈধ ভোট পরে। এছাড়া বাতিল হয়েছে ৪৪ টি ভোট। 

বিষয়টি নিশ্চিত করে সহকারী রিটার্নিং অফিসার আব্দুল কাদির আজকের পত্রিকাকে বলেন, নির্বাচনে ৬১ শতাংশ ভোট কাস্ট হয়েছে। 

নির্বাচনে ভোট গ্রহণ সমাপ্ত হওয়ার পরেই আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেন মামুন অর রশিদ এবং হাবিবুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম। মামুন বলেন, শুরু থেকেই নৌকার লোকজন কেন্দ্রগুলোয় প্রভাব বিস্তার করছিল। তাদের যেভাবে খুশী সেভাবেই ভোট দিতে বাধ্য করছিল ভোটারদের। অন্যান্য পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে চুপ করে রাখে। প্রশাসনের সামনে দিয়েই এসব হয়েছে। মৌখিক অভিযোগ করলেও প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি।

একই বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘প্রশাসন এখানে নিরপেক্ষ ছিলো না বলেই মনে করি। ভোট শেষ হওয়ার এক ঘন্টা আগে আমার বাবা কেন্দ্রে ঢুকতে চাইলে তাকে ঢুকতে দেওয়া হয়নি অথচ একটু পরে ঠিকই নৌকার প্রার্থী কেন্দ্রে ঢুকেছে। এমন নানান ভাবে প্রশাসন আমাদের অসহযোগীতা করেছে।’

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্রসহ আটক ৫

শেখ হাসিনার রেখে যাওয়া বিচারব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি: রফিউর রাব্বি

মাদক কারবারি ফাইটার মনির পুলিশের জালে, দেশীয় অস্ত্র উদ্ধার

ছাত্র আন্দোলনের মামলায় যুব মহিলা লীগ নেত্রীসহ ২ জন গ্রেপ্তার

মাহফিল থেকে ফেরার পথে ইসলামি বক্তার গাড়িতে ডাকাতি, আহত ২

নির্বাচনের জন্য ডোনেশন চেয়ে এনসিপি প্রার্থীর পোস্ট

সোনারগাঁয়ে মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১০

‘ভুলবশত’ দলে ফেরা ইউপি চেয়ারম্যানের বহিষ্কারাদেশ বহাল

নারায়ণগঞ্জের ফতুল্লায় তরুণকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা