হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে সেনসিবল ফ্যাশনের শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

আজ মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ফতুল্লার পুলিশ লাইনের গেটের সামনে শ্রমিকেরা সড়ক অবরোধ করে রাখে। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের ফতুল্লায় কারখানার বন্ধের প্রতিবাদে ফারিহা গ্রুপের সেনসিবল ফ্যাশনের শ্রমিকেরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত ফতুল্লার পুলিশ লাইনের গেটের সামনে শ্রমিকেরা এই সড়ক অবরোধ করে রাখে।

অবরোধের কারণে ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজট সৃষ্টি হয়। তবে কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।

আন্দোলনরত শ্রমিকেরা জানান, ফারিহা গ্রুপের সেনসিবল ফ্যাশনে প্রায় কয়েকশত শ্রমিক কর্মরত রয়েছে। মালিকপক্ষের লোকজন কথায় কথায় শ্রমিক ছাঁটাই করে। আর শ্রমিক ছাঁটাই করলেও শ্রম আইন অনুযায়ী তাদের পাওনা বুঝিয়ে দেওয়া হয় না। শ্রমিকদের সঙ্গে স্টাফরা খারাপ আচরণ করে। সকাল ৮টার এক মিনিট পর কারখানায় শ্রমিকদের প্রবেশ করতে দেওয়া হয় না। মালিকের কঠিন ও মনগড়া নিয়ম বাতিল করতে হবে। সম্প্রতি শ্রমিকেরা দাবি দাওয়া তুললে হঠাৎ করে কারখানা বন্ধের নোটিশ টানিয়ে দেওয়া হয়।

অসন্তোষের বিষয়ে নারায়ণগঞ্জ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক রাজীব ঘোষ বলেন, কারখানার ভেতরে শ্রমিকদের এই অসন্তোষ বেশ কিছুদিন ধরে। এর আগেও একাধিকবার অসন্তোষের ঘটনা ঘটেছে। শ্রমিকদের সঙ্গে ম্যানেজমেন্টের ঝামেলা রয়েছে। পাওনা পরিশোধ করে কিছু শ্রমিক ছাঁটাই করেছে। কারখানা বন্ধ ঘোষণা করায় রাস্তা অবরোধ করে আন্দোলন করছে শ্রমিকেরা।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, বিকেল পর্যন্ত সড়ক অবরোধ চলার পর তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। মালিকপক্ষের আলোচনা করে সমাধান করার চেষ্টা করা হচ্ছে। সড়ক অবরোধ করলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই বসানো হয়েছে মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বাল্কহেড

নারায়ণগঞ্জে এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাত

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১৮ ভবন খালি করার নির্দেশ

নারায়ণগঞ্জে ঘুরতে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ

রূপগঞ্জে ফেসবুক মন্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫

নারায়ণগঞ্জ শহরের সুগন্ধা প্লাস রেস্তোরাঁয় বাসি খাবার, লাখ টাকা জরিমানা

সোনারগাঁয়ে বিস্ফোরণে শিশুসহ এক পরিবারের চারজন দগ্ধ

চাকরির কথা বলে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, থানায় মামলা