হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক বাক্‌প্রতিবন্ধী তরুণীকে (১৮) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় শনিবার বিকেলে অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় ভুক্তভোগীর নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। শনিবার আসামিদের শনাক্ত করার পরপরেই পুলিশে সোপর্দ করা হয়। রাতেই ভুক্তভোগীর বাবা তাদের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ্য করা হয়, বাদী পেশায় একজন বাবুর্চি। তার দুই ছেলে হোসিয়ারিতে কর্মরত এবং মেয়ে বাক্‌প্রতিবন্ধী। গত ২৫ অক্টোবর সকালে বাসার সবাই নিজ কর্মস্থলে চলে যায়। দুপুরে আসামিরা ভুক্তভোগীকে একা পেয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় মেয়েটি কান্না করলে একপর্যায়ে পালিয়ে যায় আসামিরা। বিকেলে বাড়ি ভুক্তভোগীর বাবা বাড়ি ফিরলে ইশারায় নির্যাতনের কথা জানায় তাঁর মেয়ে।

শনিবার বিকেলে ভুক্তভোগী মেয়েটি পাশের বাসার ভাড়াটে সেই আসামিদের দেখতে পেয়ে ডাক চিৎকার করে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাঁদের আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাদেরকে থানা হেফাজতে নেয়। এই ঘটনায় সন্ধ্যায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করলে উভয়কে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এই বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসিন বলেন, ‘প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল রোববার তাদের আদালতে পাঠানো হবে।’ 

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্রসহ আটক ৫

শেখ হাসিনার রেখে যাওয়া বিচারব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি: রফিউর রাব্বি

মাদক কারবারি ফাইটার মনির পুলিশের জালে, দেশীয় অস্ত্র উদ্ধার