হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

গভীর রাতে রূপগঞ্জে টেক্সটাইল মিলে আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রপ্তানিমুখী টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও পুড়ে গেছে গোডাউনের মালামাল। গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার তারাবো পৌরসভার বরপা এলাকার এইচ এইচ টেক্সটাইল মিলস নামের কারখানাটিতে এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এইচ এইচ টেক্সটাইল কারখানার কাপড়ের গোডাউন থেকে আগুন সূত্রপাত ঘটে। মুহূর্তেই পুরো আগুন গোডাউন জুড়ে ছড়িয়ে পড়ে।’ 

তিনি আরও বলেন, খবর পেয়ে ডেমরা ও নারায়ণগঞ্জ স্টেশনের মোট ছয়টি ইউনিট আগুন নির্বাপণের চেষ্টা চালায়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘আগুনের সূত্রপাত কোথা থেকে এবং ক্ষয়ক্ষতি কেমন হয়েছে, এটা এখনই বলা যাচ্ছে না। আমাদের তদন্ত চলছে। তবে গোডাউনের ভেতরে বিপুল পরিমাণ কাপড় মজুত ছিল বলে জানতে পেরেছি।’ 

এ বিষয়ে এইচ এইচ টেক্সটাইলের ডেপুটি জেনারেল ম্যানেজার মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘৩টার দিকে কারখানার গোডাউনে আগুন লেগেছিল। গোডাউনের ভেতর শুধু কাপড় ছিল। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো আমরা নির্ধারণ করতে পারিনি।’

জামিনে বেরিয়ে হত্যা মামলার বাদীর ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

হাদির হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অন্ধকারকে দোষারোপ নয়, মোমবাতি হয়ে উঠতে হবে

শীতলক্ষ্যা তৃতীয় সেতুর নতুন নাম ‘শহীদ ওসমান হাদি’

ঘন কুয়াশায় নোঙর করে রাখা বাল্কহেডে লঞ্চের ধাক্কা, ১১ ঘণ্টা পর দুই লাশ উদ্ধার

ঘন কুয়াশায় নোঙর করে রাখা বাল্কহেডে লঞ্চের ধাক্কা, নিখোঁজ ২

নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার পর শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার আসামির জবানবন্দি

অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

যুবশক্তির তিন নেতাকে হত্যার হুমকি, সোনারগাঁ থানায় জিডি

নিখোঁজের ১৮ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার