হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নির্যাতনের শিকার শিশুর আত্মহত্যার চেষ্টা, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতিবেশী এক দোকানির হাতে এক শিশুর যৌন নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। লজ্জায় বাসার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে শিশুটি। ওই ঘটনায় অভিযুক্ত এক দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায়। 

বিষয়টি জানার পর শিশুটির পরিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানায়। কল পেয়ে ওই দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান। 

আনোয়ার সাত্তার জানান, শনিবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার এক বাসিন্দা ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, তাঁর ৭ বছরের ভাতিজিকে দুই দিন আগে বাড়ির পাশের এক দোকানি যৌন নির্যাতন করেছে। কিন্তু শিশুটি ভয়ে ও লজ্জায় কাউকে কিছু বলেনি। পরে শনিবার সন্ধ্যায় শিশুটি তার ফুফুকে (অভিযুক্তের বোন) ঘটনাটি জানায়, ‘দোকানদার আংকেল তাকে জোর করে ব্যথা দিয়েছে’। এরপর শিশুটি লজ্জায় বাড়ির ছাদ থেকে লাফ দেওয়ার চেষ্টা চালায়। এলাকার লোকজন মিলে অভিযুক্ত দোকানদারের দোকান ঘেরাও করে রেখেছে। 

আনোয়ার সাত্তার আরও জানান, কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কল টেকার কনস্টেবল জান্নাতুল। কনস্টেবল জান্নাতুল তাৎক্ষণিকভাবে রূপগঞ্জ থানায় বিষয়টি জানিয়ে দ্রুত আইনি ব্যবস্থার অনুরোধ জানান। 

সংবাদ পেয়ে রূপগঞ্জ থানার একটি দল অবিলম্বে ঘটনাস্থলে যায়। পরে রূপগঞ্জ থানার এএসআই বায়েজীদ ৯৯৯কে জানান, তাঁরা ঘটনাস্থল থেকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত দোকানদার সাইদুর রহমানকে (৪৮) গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। 

এ ব্যাপারে থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলেও তিনি জানান। 

ড্রামের ভেতর থেকে উদ্ধার যুবকের মরদেহ

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

নারায়ণগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা