নারায়ণগঞ্জের ফতুল্লায় বক্সের (কার্টন) ভেতর থেকে এক নবজাতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া।
গতকাল রোববার রাতে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের শান্তিধারা এলাকার একটি সড়কের পাশের বক্স থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ওসি নূরে আযম মিয়া বলেন, শান্তিধারা এলাকায় রাতে একটি ছেলে নবজাতক মরদেহ বক্সের ভেতরে দেখতে পায় স্থানীয়রা। মরদেহটি কাপড়ে মুড়িয়ে রাখা হয়েছিল। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর জানা যাবে। নবজাতকের মায়ের খোঁজ চালাচ্ছে পুলিশ।