হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

মুক্তি পেয়ে মারধরের অভিযোগ করলেন বিএনপি নেতা সাখাওয়াত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

পুলিশের হেফাজত থেকে ছাড়া পেয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, ‘কর্মসূচি থেকে নেওয়ার সময় বেধড়ক পিটিয়েছে আমাকে। আমার কোমরে, পিঠে, পায়ে ও হাঁটুতে লাঠি দিয়ে পেটানো হয়েছে। এরপর আমাকেসহ অন্তত ১০-১২ জনকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। বিকেল সোয়া ৪টার দিকে ছেড়ে দিয়েছে আমাকে।’

আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয় থেকে মুক্তি পাওয়ার পর আজকের পত্রিকাকে এ তথ্য জানান সাখাওয়াত হোসেন খান। তিনি মহানগর বিএনপির দায়িত্বের পাশাপাশি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং ২০১৬ সালে নাসিক নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ছিলেন। 

ঘটনার বর্ণনা দিয়ে সাখাওয়াত হোসেন খান বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে মহানগর বিএনপির নেতা-কর্মীদের নিয়ে চিটাগাং রোডের দিকে আসছিলাম। ডাচ্‌-বাংলা ব্যাংকের মোড়ের পেছন থেকে সড়কে ওঠার সময় ডিবি পুলিশের কর্মকর্তারা প্রথমে বাধা দেয়। আমি তাদের বারবার বলতে থাকি, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করব। কিন্তু তারা কোনো কথা না শুনেই লাঠিপেটা করতে শুরু করে। আমাকে বেধড়ক মারধর করে এবং আমার পাঞ্জাবি ছিঁড়ে ফেলে। সেই ছেঁড়া পাঞ্জাবি নিয়েই বাসায় ফিরেছি।’ 

ডিবি কার্যালয়ের অভিজ্ঞতার বিষয়ে বলেন, ‘গাড়িতে তোলার আগেই যা মারধর করার করেছে। কার্যালয়ে নেওয়ার পর ওদের গারদে রেখেছে, কিন্তু কেউ কোনো খারাপ ব্যবহার করেনি। দুপুরে খাবারের ব্যবস্থাও করেছে। পরে বিকেলে আমাকে ছেড়ে দিল। বাকিদেরও ছেড়ে দিবে শুনেছি। আমি বর্তমানে বাসায় চিকিৎসক এনে চিকিৎসা নিচ্ছি।’ 

আটকের পর ছেড়ে দেওয়ার বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম বলেন, ‘আমরা তাদের কার্যালয়ে এনে জানার চেষ্টা করছি, তারা কেন সেখানে জড়ো হয়েছিল, কী তাদের উদ্দেশ্য ছিল? বিষয়গুলো জানার পর তাদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে, বেলা সাড়ে ১১টায় পূর্বঘোষিত কর্মসূচি পালনে এসে ডিবি পুলিশের হাতে আটক হন সাখাওয়াতসহ অন্তত পাঁচজন। এ সময় ক্ষুব্ধ নেতা-কর্মীরা পুলিশের উদ্দেশে ইটপাটকেল ছুড়লে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে। তবে পুলিশের বাধার মুখে বেশিক্ষণ থাকতে না পেরে দ্রুতই অলিগলিতে পালিয়ে যান তাঁরা।

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

নারায়ণগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্রসহ আটক ৫