হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সোনারগাঁয় তিন মাসের শিশুকন্যা হত্যার ঘটনায় বাবা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয় আয়েশা সিদ্দিকা নামের তিন মাসের কন্যাকে শ্বাসরোধে হত্যার ঘটনায় তার বাবা হৃদয় মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শনিবার রাতে সিলেটের জালালাবাদ থানার আখালিয়া ভার্সিটি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের মিডিয়া অফিসার সনদ বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারের পর তাঁকে আজ রোববার সন্ধ্যায় সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তার হৃদয় ভোলার চরফ্যাশন উপজেলার লডারিন্স বাজার গ্রামের বাবুল মিয়ার ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার কাঁচপুর ইউনিয়নের কাঁচপুর সোনাপুর বালুর মাঠ এলাকার জসীমউদ্দিনের বাড়িতে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে ভাড়া থাকতেন হৃদয় মিয়া। একসময় তাঁরা গার্মেন্ট কর্মী ছিলেন। গার্মেন্ট বন্ধ হয়ে যাওয়ার পর সম্প্রতি তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। এ নিয়ে পারিবারিক কলহ লেগে থাকত।

গত বৃহস্পতিবার সকালে মেয়ের খাবার নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়। তিন মাস বয়সী আয়েশাকে তার মা নাদিয়া আক্তার বেলা সাড়ে ১১টার দিকে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে পাশের বাড়িতে কাজে যান। ঘুম থেকে জেগে কান্না শুরু করায় হৃদয় মুখ চেপে ধরে শ্বাসরোধে তাকে হত্যা করে পালিয়ে যান।

নাদিয়া ঘরে গিয়ে শিশুর মুখে রক্তের ছাপ দেখতে পান। এ সময় তাকে ডেকে সাড়া না পেয়ে কান্নায় ভেঙে পড়েন। ঘটনা জানাজানি হলে এলাকাবাসী সোনারগাঁ থানায় খবর দেয়। পরদিন শুক্রবার নাদিয়া আক্তার বাদী হয়ে হৃদয় মিয়াকে আসামি করে থানায় মামলা করেন। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্রসহ আটক ৫

শেখ হাসিনার রেখে যাওয়া বিচারব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি: রফিউর রাব্বি

মাদক কারবারি ফাইটার মনির পুলিশের জালে, দেশীয় অস্ত্র উদ্ধার

ছাত্র আন্দোলনের মামলায় যুব মহিলা লীগ নেত্রীসহ ২ জন গ্রেপ্তার