নারায়ণগঞ্জ বন্দরে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ময়না বেগম (৪৫) নামে এক নারীর দাফন সম্পন্ন করেছে টিম খোরশেদ। এ নিয়ে ২৭৫ তম করোনা মৃতের মরদেহ দাফন করলেন তারা।
শনিবার সকালে বন্দরের রেললাইন এলাকার স্থানীয় কবরস্থানে সেই নারীর মরদেহ দাফন করা হয়।
এর আগে, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় নারায়ণগঞ্জের করোনা মেডিকেটেড হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরে তাঁর পরিবারের আহ্বানে টিম খোরশেদের সদস্যরা লাশ গ্রহণ করে গোসল, জানাজা ও দাফন সম্পন্ন করেন।
এ দাফন কাজে ছিলেন আনোয়ার হোসেন, রোজিনা আক্তার, সুমন দেওয়ান, মনি বেগম, আল আমিন খাঁন ও নাঈম মোল্লা।