নারায়ণগঞ্জ শহরে অবরোধের সমর্থনে মশাল মিছিল করেছে মহানগর স্বেচ্ছাসেবক দল। এ সময় মিছিল থেকে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে শহরের খানপুর থেকে মিছিল বের করেন স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। পরে নবাব সলিমুল্লাহ সড়কের ডন চেম্বার এলাকায় এসে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। মিছিলটি চাষাঢ়ার দিকে এগিয়ে মিশনপাড়া মোড়ে ফের ককটেল বিস্ফোরণ ও সড়কে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম। পরে সদর থানা-পুলিশের দুটি টিম ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে।
প্রত্যক্ষদর্শী এক ফার্নিচার দোকানি বলেন, ‘৪০-৫০ জনের মতো একটা দল বিএনপির স্লোগান দিতে দিতে চাষাঢ়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ডন চেম্বার মোড়ে আগুন ধরিয়ে কয়েকটা ককটেল ফাটায়। পরে তারা সামনে গিয়ে আরও কয়েকটা ককটেল ফুটাইতে শুনছি। সব মিলায়া ১০-১২টা ককটেল ফুটানোর শব্দ পাইসি।’
এই বিষয়ে নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরা অবরোধ কর্মসূচির নামে শহরে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাবার আগেই তারা পালিয়ে যায়। দুষ্কৃতকারীদের ধরতে আমাদের অভিযান চলছে।’