হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নববর্ষে স্কুলের শ্রেণিকক্ষে পাঠদান, অপরাধ নেই–বললেন প্রধান শিক্ষক

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নববর্ষে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার নেকবর আলী মুন্সি পাইলট স্কুলে পাঠদান। ছবি: আজকের পত্রিকা

পয়লা বৈশাখ সরকারি ছুটি থাকলেও নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার নেকবর আলী মুন্সি (এনএএম) পাইলট উচ্চবিদ্যালয়ে চলছে পাঠদান। আজ সোমবার সকাল থেকে স্কুলের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদান করাতে দেখা গেছে।

তবে এতে অপরাধের কিছু নেই বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, যেহেতু স্কুলটিতে বর্তমানে এসএসসি পরীক্ষাকেন্দ্র, তাই বেশির ভাগ সময়ই বন্ধ থাকে। শিক্ষার্থীদের পড়া যেন পিছিয়ে না যায়, সে জন্য শ্রেণিকক্ষে পাঠদান করানো হচ্ছে। এতে তো অপরাধের কিছু নেই।

সরেজমিনে দেখা যায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের বৈদ্যেরবাজার নেকবর আলী মুন্সি উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের স্কুলড্রেস পরিহিত অবস্থায় বিভিন্ন শ্রেণিকক্ষে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত চলছে পাঠদান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেত হাতে নিয়ে বিভিন্ন শ্রেণিকক্ষে ঘুরে বেড়াচ্ছেন।

জানতে চাইলে মাইমুনা ইসলাম নামের দশম শ্রেণির এক শিক্ষার্থী বলে, ‘আমাদের শিক্ষকেরা বিদ্যালয়ে আসতে বললে তো আসতেই হবে। আমাদের ক্লাস করানো হবে বলে বই-খাতা নিয়ে আসার নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী বছর আমাদের এসএসসি পরীক্ষা, তাই শিক্ষকেরা ক্লাস করানো হবে বলে জানিয়েছেন।’

নবম শ্রেণির শিক্ষার্থী মিজানুর রহমান বলেন, ‘শিক্ষকেরা ক্লাস করানো হবে জানিয়ে আমাদের বই-খাতা নিয়ে স্কুলে আসতে বলেছেন, তাই আজকে আসছি।’

নববর্ষে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার নেকবর আলী মুন্সি পাইলট স্কুলে পাঠদান। ছবি: আজকের পত্রিকা

বিদ্যালয়ের শিক্ষক বশির উদ্দিন বলেন, ‘বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রধান শিক্ষকের নির্দেশনায় শিক্ষার্থীদের ক্লাস করানো হচ্ছে। এখানে আমরা চাকরি করি, তাই তাদের নির্দেশনা পালন করতে হবে।’

নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন শিক্ষক বলেন, এবার বই দিতে অনেক বিলম্ব হয়েছে। তাই ছাত্রছাত্রীরা পড়াশোনায় পিছিয়ে রয়েছে। এ জন্য আজ ক্লাস করানোর নিয়ম না থাকলেও শিক্ষার্থীদের নিয়ে এসে ক্লাস করানো হচ্ছে।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন বলেন, ‘এ বিষয়ে আমার জানা নেই। এমন একটি দিনে ক্লাস করানো ঠিক হয়নি। বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

চাকরির কথা বলে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, থানায় মামলা

পরকীয়ার জেরে খুন হন সুমন খলিফা, স্ত্রী-প্রেমিকসহ গ্রেপ্তার ৬

স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতার, ‘ডাকাত’ বললেন আরেক নেতা

বিড়াল কবুতরের বাচ্চা খাওয়ায় মারামারি, নিহত ১

দুই সন্তান রেখে উধাও প্রবাসীর স্ত্রী, থানায় অভিযোগ

ভাড়া নিয়ে কেটে ফেলা জাহাজ আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার শর্তে সমঝোতা

ফতুল্লায় যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের চার আসন: বিএনপির বিরোধের জেরে সম্ভাবনা দেখছে জামায়াত

নারায়ণগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

চট্টগ্রাম থেকে ভাড়ায় জাহাজ এনে কেটে বিক্রি, ছাত্রদল নেতাসহ ৭ জনের নামে মামলা