হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে আন্দোলনে নিহত যুবকের লাশ তোলা হলো ময়নাতদন্তের জন্য

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুলিতে নিহত আবুল হাসান স্বজনের (২৫) লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে। আজ বুধবার দুপুরে নবীগঞ্জের কবর থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত উজ জামানের উপস্থিতিতে লাশ তোলা হয়।

এ সময় নিহতের পরিবারের পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

গত ৫ আগস্ট দুপুরে নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকায় আওয়ামী লীগের সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন স্বজন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সন্ধ্যায় মারা যান তিনি। দাফনের ২ মাস ১৬ দিন পর ময়নাতদন্তের জন্য লাশ তোলা হলো।

নিহতের বড় ভাই অনিক বলেন, ‘আমার ভাইয়ের মৃত্যুর ঘটনায় গত ১৮ আগস্ট রাতে সদর মডেল থানায় মামলা করি। সেই মামলায় তদন্তের জন্য আজ স্বজনের লাশ তোলা হয়েছে। ময়নাতদন্ত শেষে আজই আবার দাফন করা হবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক ফারহানা মানিক মুনা বলেন, ‘আমরা আবুল হাসান স্বজনসহ নারায়ণগঞ্জের যত শহীদ আছেন এই আন্দোলনে, তাঁদের ন্যায়বিচার নিশ্চিতের জন্য লড়াই চালিয়ে যাচ্ছি। পাশাপাশি আহতদের সুচিকিৎসা নিশ্চিতে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি, বহু চিহ্নিত হত্যাকারী এখনো গ্রেপ্তার হয়নি। তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা এখন আমাদের অন্যতম লড়াই।’

এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক ফরিদ আহম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘তদন্তের জন্য আজ কবর থেকে লাশ তোলা হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

৩ দিন পর সিদ্ধান্ত পাল্টে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদের

গার্মেন্টস বন্ধের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৪ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদের ভোট না করার ঘোষণায় ক্ষুব্ধ দল

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি আটকে ছাত্রসংগঠনের বিক্ষোভ

নির্বাচন কে করবে আর করবে না—সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই বসানো হয়েছে মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বাল্কহেড

নারায়ণগঞ্জে এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাত