হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৩১, প্রতিবাদে বিক্ষোভ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী শাহী জামে মসজিদে পুলিশের ওপর হামলার ঘটনায় ৩১ জনকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ১টা থেকে ৪টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া বিহারি কলোনিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। 

আসামিদের গ্রেপ্তারের প্রতিবাদে আজ সোমবার ভোর ৬টা থেকে আদমজী বিহারিরা আদমজী-চাষাঢ়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরবর্তীতে পুলিশ তাদের রাস্তা থেকে সরে যেতে বললে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল মারে। এতে পুলিশের কয়েকজন আহত হন। পুলিশ পরিস্থিতি ঠান্ডা করার জন্য প্রায় অর্ধ শতাধিক টিয়ারগ্যাস এবং কয়েক শ রাউন্ড গুলি ছোড়ে। এ সময় বিহারিরা কয়েকজন সাংবাদিকের মোবাইল কেড়ে নেয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে। 

এর আগে গত শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক হামলার শিকার হন। এ সময় তাঁকে রক্ষা করতে গিয়ে মসজিদ কমিটির সভাপতি জয়নাল আবেদীন এবং সাংবাদিক বিল্লাল হোসেন রবিন আহত হন। 

পরে এ ঘটনায় পরদিন শনিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মির্জা শহীদুল ইসলাম বাদী হয়ে ৫০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১২০-১২৫ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করেন। 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। গতকাল রাতে অভিযান পরিচালনা করে এ ঘটনায় জড়িত ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আজ সোমবার সকালে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।’

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্রসহ আটক ৫

শেখ হাসিনার রেখে যাওয়া বিচারব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি: রফিউর রাব্বি

মাদক কারবারি ফাইটার মনির পুলিশের জালে, দেশীয় অস্ত্র উদ্ধার

ছাত্র আন্দোলনের মামলায় যুব মহিলা লীগ নেত্রীসহ ২ জন গ্রেপ্তার

মাহফিল থেকে ফেরার পথে ইসলামি বক্তার গাড়িতে ডাকাতি, আহত ২

নির্বাচনের জন্য ডোনেশন চেয়ে এনসিপি প্রার্থীর পোস্ট

সোনারগাঁয়ে মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১০