নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ইউএস-বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ। ইউএস-বাংলা মেডিকেল কলেজ সূত্র এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, ইউএস-বাংলা মেডিকেল কলেজ নারায়ণগঞ্জের একমাত্র মেডিকেল কলেজ। প্রতিষ্ঠার পর থেকে সুনামের সঙ্গে প্রতিষ্ঠানটি শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষার্থী এই কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি নিয়ে চিকিৎসাসেবায় যুক্ত হচ্ছেন।
কলেজটির পাশে অবস্থিত জেনারেল হাসপাতালেও আধুনিক চিকিৎসাসেবা দেওয়া হয়। আইসিইউ-সেবা থেকে শুরু করে যাবতীয় চিকিৎসাসেবা দিয়ে আসছে হাসপাতালটি।
আলোচিত সেজান জুস কারখানার অগ্নিকাণ্ড থেকে শুরু করে রূপগঞ্জে সংঘটিত আলোচিত দুর্ঘটনায় আহত রোগীদের সেবা দিয়ে বেশ সুনাম অর্জন করেছে ইউএস-বাংলা মেডিকেল কলেজ।