হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে বন্দুকযুদ্ধের পর গ্রেপ্তার ৮ ডাকাত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ডাকাত দলের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়েছে। বন্দুকযুদ্ধের পর ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। 

গতকাল শুক্রবার দিবাগত রাতে বক্তাবলী ফেরিঘাট-সংলগ্ন নদীর পূর্ব পাড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বক্তাবলীর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নান্নু মিয়া। 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মুন্সিগঞ্জের শ্রীনগর থানার ময়না খান (৩০), একই জেলার কামারগাঁও গ্রামের বাবুল হক (৫৫), মাদারীপুরের শিবচর এলাকার আরাফাত হাওলাদার (৩০), একই এলাকার সোজাত হাওলাদার (৪০), ফরিদপুরের সদরপুর এলাকার হারুন ব্যাপারী (৫৫), একই জেলার হৃদয় খান (২১), ঢাকার দোহার এলাকার শাহ আলম (৫০), ফরিদপুরের মদুকালী এলাকার শাহ জাহান (৫২)। 

গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে রামদা, শাবল, কাটারসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এদিকে এ ঘটনায় আহত দুই পুলিশ সদস্য হলেন বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির এএসআই হাবিবুর রহমান ও কনস্টেবল আনোয়ার সুলতান।

পুলিশ জানায়, বক্তাবলীতে একটি ট্রলারে ডাকাতি হচ্ছে এমন খবরে অভিযান চালানো হয়। ডাকাত দল ধলেশ্বরী নদীতে একটি ট্রলারে জোর করে তেল নিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালালে ১২-১৫ জনের একটি দল আমাদের উপস্থিতি টের পেয়ে করে গুলি ছুড়তে থাকে। জবাবে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

পুলিশের তিনটি গুলি নিক্ষেপের পর ডাকাতেরা নদীতে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়দের সহায়তায় ডাকাত দলের ৮ জনকে হাতেনাতে আটক করা হয়। আটজনকে আটক করলেও ৪-৫ জন সদস্য পালিয়ে গেছে। ডাকাত দলের ব্যবহৃত ট্রলার জব্দ করা হয়। এ ঘটনায় দুজন পুলিশ সদস্যও আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বক্তাবলীর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক নান্নু বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আজ শনিবার বিকেলেই তাদের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে ফতুল্লা থানা-পুলিশ। কাল রোববার এই রিমান্ডের শুনানি হবে। 

ড্রামের ভেতর থেকে উদ্ধার যুবকের মরদেহ

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

নারায়ণগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা