হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে আ.লীগ নেতা-কর্মীদের বাড়িতে বিএনপির লোকজনের হামলা

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঁদা না পেয়ে বিএনপির নেতা-কর্মীরা আওয়ামী লীগের চার নেতা-কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল বুধবার রাতে শম্ভুপুরা ইউনিয়নের চর হোগলা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় এসি, রেফ্রিজারেটর, টাকা ও সোনা লুট করে নেওয়া হয়। এ ঘটনায় আজ বৃহস্পতিবার দুপুরে রেশমা বেগম নামের এক ভুক্তভোগী বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী লীগের প্রয়াত সহসভাপতি নাসির উদ্দিনের বাড়িতে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালেব ও তাঁর ছেলে ইউনিয়ন যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক শাহাদাত প্রধানের নেতৃত্বে ফারুক, বাবু গাজী, শহীদ মিয়াসহ ৪০-৫০ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা কয়েক দিন ধরে তাঁদের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। তা না পেয়ে হামলা করে বাড়ির দেখভালকারী আব্দুর রহমানকে মারধর, আসবার ভাঙচুর এবং ছয়টি এসি, দুটি রেফ্রিজারেটর, ৫ লাখ টাকা ও প্রায় ৪৫ ভরি স্বর্ণালংকার লুট করে নেন। পরে তাঁরা পাশের সোহেল মিয়া, মুকুল মিয়া ও শামিম আহম্মেদ স্বপনের বাড়িতে হামলা ও ভাঙচুর করেন।

রেশমা বলেন, হামলাকারী ফারুক অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি। এখন জামিনে মুক্ত হয়ে বিএনপির সাবেক প্রতিমন্ত্রী মো. রেজাউল করিমের আশ্রয়ে ত্রাস সৃষ্টি করছেন। অভিযুক্ত শাহাদাতের বিরুদ্ধেও একাধিক চাঁদাবাজি ও হত্যা মামলা রয়েছে। তাঁরা স্থানীয়ভাবে সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছে। চাঁদা না দেওয়ায় ওই বাহিনী বাড়িতে হামলা করেছে।

জানতে চাইলে শাহাদাত বলেন, ‘আওয়ামী লীগের নেতা-কর্মীরা মুন্সিগঞ্জ থেকে মোটরসাইকেল বহর নিয়ে এসে শোডাউন করে। বিষয়টি দেখে আমাদের কর্মীরা তাদের ধাওয়া করে।’

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মফিজুর রহমান বলেন, হামলা ও ভাঙচুরের ঘটনায় অভিযোগ নেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই বসানো হয়েছে মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বাল্কহেড

নারায়ণগঞ্জে এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাত

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১৮ ভবন খালি করার নির্দেশ

নারায়ণগঞ্জে ঘুরতে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ

রূপগঞ্জে ফেসবুক মন্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫

নারায়ণগঞ্জ শহরের সুগন্ধা প্লাস রেস্তোরাঁয় বাসি খাবার, লাখ টাকা জরিমানা

সোনারগাঁয়ে বিস্ফোরণে শিশুসহ এক পরিবারের চারজন দগ্ধ

চাকরির কথা বলে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, থানায় মামলা

পরকীয়ার জেরে খুন হন সুমন খলিফা, স্ত্রী-প্রেমিকসহ গ্রেপ্তার ৬