নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুনের ঘটনায় দ্রুত বিচার বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন জেলার সর্বস্তরের আইনজীবীরা। কর্মসূচিতে আইনজীবীদের সঙ্গে উপস্থিত ছিলেন নিহত ব্যক্তিদের স্বজন ও এলাকাবাসী।
নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে আজ রোববার সকাল ১০টার দিকে আইনজীবী সমিতির ভবনের সামনে এ মানববন্ধন হয়। এ সময় আগামী ১৫ দিনের মধ্যে আপিল বিভাগকে রায় নিষ্পত্তির জন্য আলটিমেটাম দেন বক্তারা।
মামলার বাদী ও নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বলেন, ‘লোমহর্ষ এই হত্যাকাণ্ডের বিচার আমরা সবাই চাই। কিন্তু কেন সুপ্রিম কোর্টে এটি ঝুলে আছে? কেন বিচার হচ্ছে না? আমরা এ জন্য নিরাশ হয়ে আছি। মাননীয় প্রধান উপদেষ্টা, অ্যাটর্নি জেনারেল ও প্রধান বিচারপতির কাছে দাবি—উনারা এই বিচারের রায়টি যাতে দ্রুত কার্যকর করেন।’
বাদীপক্ষের আইনজীবী ও মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জের সাত খুন একটি কলঙ্কিত অধ্যায়। এ ঘটনা যখন ঘটে, তখন নারায়ণগঞ্জে গডফাদারের রাজত্ব কায়েম ছিল। দেশের একটি প্রশিক্ষিত বাহিনীকে টাকার বিনিময়ে ভাড়া করে দিবালোকে সাতজনকে অপহরণ করে হত্যা করা হয়। সাখাওয়াত হোসেন আরও বলেন, নিম্ন আদালত ও উচ্চ আদালতে মামলার রায় দেওয়া হয়। আপিল করার পরও ৬-৭ বছর কেটে গেছে। বর্তমান সরকারের কাছে অনুরোধ, দ্রুত আপিল বিভাগে মামলাটি নিষ্পত্তির ব্যবস্থা করার জন্য।