হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সিদ্ধিরগঞ্জে মধ্য রাতে বিএনপি নেতার বাড়িতে হামলার অভিযোগ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেনের বাড়িতে হামলা চালানোর খবর পাওয়া গেছে। গতকাল বুধবার রাত ২টার দিকে তাঁর মিজমিজি পশ্চিমপাড়ার বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। 

আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকাবাল হোসেন বলেন, ‘গতকাল মধ্যরাতে একদল আওয়ামী সন্ত্রাসী হোন্ডা বাহিনী এসে আমার বাড়িতে হামলা চালায়। তাদের প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্রশস্ত্র ছিল। তারা আমার বাড়িতে ভাঙচুর এবং বাড়ির গেটে একের পর এক ধাক্কা দিয়ে ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। এমন অবস্থায় আমার পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়ে। আমাদের এলাকার স্বেচ্ছাসেবক লীগের শফিকের ছেলেসহ তার বাহিনী এ হামলা চালিয়েছে।’ 

হামলার বিষয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিকুল ইসলাম শফিক মোবাইল ফোনে বলেন, ‘ইকাবাল তার রাজনৈতিক ফায়দার জন্য আমার বিরুদ্ধে এমন কথা বলছে। আমার সঙ্গে সিটি করপোরেশন নির্বাচন নিয়ে তার বিরোধ ছিল। ওইটাকে পুঁজি হিসেবে কাজে লাগাচ্ছে সে।’ 

তার ছেলের বিরুদ্ধে হামলার অভিযোগের বিষয়ে এই স্বেচ্ছাসেবক লীগ নেতা বলেন, ‘আমার ছেলে এমন কিছুই করেনি। এটা মিথ্যা।’ 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘এ বিষয়ে আমাদের কিছু জানানো হয়নি।’

৩ দিন পর সিদ্ধান্ত পাল্টে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদের

গার্মেন্টস বন্ধের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৪ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদের ভোট না করার ঘোষণায় ক্ষুব্ধ দল

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি আটকে ছাত্রসংগঠনের বিক্ষোভ

নির্বাচন কে করবে আর করবে না—সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই বসানো হয়েছে মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বাল্কহেড

নারায়ণগঞ্জে এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাত