হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

বৈষম্যবিরোধী আন্দোলন

গুলিতে শিশু রিয়া গোপের মৃত্যুর ১১ মাস পর পুলিশের মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বাড়ির ছাদে গুলিবিদ্ধ হয়ে নিহত শিশু রিয়া গোপ। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বাড়ির ছাদে গুলিবিদ্ধ হয়ে শিশু রিয়া গোপ (৬) নিহতের ১১ বছর পর মামলা করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) রায়হান বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় অভিযোগ করা হয়, গত বছরের ১৯ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে ১৫০ থেকে ২০০ জন অজ্ঞাতনামা দুষ্কৃতকারী আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে মিছিলকারীদের ওপর গুলি ও বোমা নিক্ষেপ করে। এ সময় গুলশান হলের পেছনে দীপক কুমারের পাঁচতলা বাড়ির ছাদে রিয়া গোপ খেলাধুলা করার সময়ে মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। তাকে প্রথমে ভিক্টোরিয়া ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ২৪ জুলাই সে মারা যায়। সে সময় রিয়ার পরিবার বাদী হয়ে মামলা করবে জানানোর পরও তারা আর মামলা করেনি। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে।

আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত আসামিদের বিভিন্ন ছবি ও ফুটেজ দেখে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এদিকে মামলা না করা প্রসঙ্গে রিয়ার মা বিউটি ঘোষ বলেন, ‘মামলা করে কী হবে? কাদের নামে মামলা করব? রিয়াকে কারা মেরেছে, আমরা জানি না। আমরা সৃষ্টিকর্তার ওপর বিচার ছেড়ে দিয়েছি।’

জানা গেছে, দীপক কুমার গোপ ও বিউটি ঘোষ দম্পতির একমাত্র সন্তান ছিল রিয়া। দীপক স্থানীয় একটি রড-সিমেন্টের দোকানে ব্যবস্থাপক হিসেবে কাজ করেন। ২০২৪ সালের ১৯ জুলাই দুপুরের খাবারের পর ছাদে খেলছিল রিয়া। গোলাগুলির শব্দ শুনে রিয়াকে আনতে ছাদে যান দীপক। মেয়েকে কোলে নিতেই একটি গুলি রিয়ার মাথায় বিদ্ধ হয়। ঢাকা মেডিকেলে অস্ত্রোপচারের পর চার দিন সে বেঁচে ছিল। ২৪ জুলাই সকালে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ হিসেবে লেখা হয় ‘গান শট ইনজুরি’।

জানা গেছে, ১৯ জুলাই জুমার নামাজের পর সড়ক দখলে নেয় আন্দোলনকারীরা। এদিন রাস্তায় ছিল না কোনো পুলিশের উপস্থিতি। আন্দোলন দমাতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে রাস্তায় নামে শামীম ওসমান ও তাঁর অনুসারীরা। চাষাঢ়া থেকে গুলি ছুড়তে ছুড়তে নয়ামাটির দিকে অগ্রসর হন তাঁরা। ধারণা করা হয়, সেদিন তাঁদের গুলিতেই রিয়ার মৃত্যু হয়।

জামিনে বেরিয়ে হত্যা মামলার বাদীর ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

হাদির হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অন্ধকারকে দোষারোপ নয়, মোমবাতি হয়ে উঠতে হবে

শীতলক্ষ্যা তৃতীয় সেতুর নতুন নাম ‘শহীদ ওসমান হাদি’

ঘন কুয়াশায় নোঙর করে রাখা বাল্কহেডে লঞ্চের ধাক্কা, ১১ ঘণ্টা পর দুই লাশ উদ্ধার

ঘন কুয়াশায় নোঙর করে রাখা বাল্কহেডে লঞ্চের ধাক্কা, নিখোঁজ ২

নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার পর শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার আসামির জবানবন্দি

অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

যুবশক্তির তিন নেতাকে হত্যার হুমকি, সোনারগাঁ থানায় জিডি

নিখোঁজের ১৮ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার