হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

মরদেহের পরিচয় জানতে সময় লাগবে এক মাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করতে আনুমানিক এক মাস সময় লাগবে। আজ শনিবার বেলা ১১টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের ডিএনএ পরীক্ষক মোহাম্মদ মাসুদ রাব্বী সবুজ আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। 

মোহাম্মদ মাসুদ রাব্বী জানান, মরদেহগুলো থেকে ডিএনএ প্রোফাইল তৈরি করার জন্য দাঁত ও হাড়ের নমুনা সংগ্রহ করা হয়েছে। দাবিদারদের থেকেও তাঁদের রক্ত ও সোয়াবের নমুনা সংগ্রহ করা হচ্ছে। নমুনা সংগ্রহের ক্ষেত্রে নিখোঁজের বাবা-মা অথবা ভাইবোনের নমুনা নেওয়া হচ্ছে। এটা অব্যাহত থাকবে। দাবিদাররা যতক্ষণ পর্যন্ত আসবে, নমুনা সংগ্রহ করা হবে।

আজ বেলা দেড়টা পর্যন্ত ৩৪টি মরদেহের জন্য ৪৭ জন দাবিদারের নমুনা সংগ্রহ করা হয়েছে জানিয়ে মাসুদ বলেন, ‘যে নমুনাগুলো সংগ্রহ করেছি, ল্যাবে সেগুলোর পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়ে যাবে। পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে আনুমানিক এক মাস সময় লাগবে। পরে জেলা প্রশাসন ও রূপগঞ্জ থানার মাধ্যমে ফলাফল জানা যাবে।’

সিআইডি ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার মুস্তাফিজুর মুনির বলেন, আমাদের জন্য কাজটা চ্যালেঞ্জিং। কারণ মরদেহগুলো পুরোপুরি পুড়ে গিয়েছে। তাই ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহগুলো নিশ্চিত করার জন্যে গতকাল থেকেই কাজ করছি।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সেজান জুসের কারখানায় বৃহস্পতিবার বিকেলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ ঘটনায় অন্তত ৫২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

গার্মেন্টস বন্ধের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৪ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদের ভোট না করার ঘোষণায় ক্ষুব্ধ দল

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি আটকে ছাত্রসংগঠনের বিক্ষোভ

নির্বাচন কে করবে আর করবে না—সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই বসানো হয়েছে মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বাল্কহেড

নারায়ণগঞ্জে এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাত

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১৮ ভবন খালি করার নির্দেশ