হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে রাজউকের অভিযান, ঠিকাদারি প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে রাজউকের অভিযান। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জে নির্মাণাধীন একটি ভবনে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ সময় ভবন নির্মাণে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান স্টারভিউ হাউজিং লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা, ভবনের বিদ্যুৎ বিচ্ছিন্ন ও নির্মাণকাজ স্থগিতের আদেশ দেওয়া হয়।

রোববার (২০ এপ্রিল) নারায়ণগঞ্জ শহরের আলম খান লেন এলাকায় নকশাবহির্ভূত ভবন নির্মাণের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন রাজউক ৮ জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভীন।

নির্মাণাধীন ভবনের জমির মালিক হাজি কামাল হোসেন বলেন, ‘আমাদের জমির ওপর নির্মাণাধীন ভবনটিতে রাজউকের অনুমোদন রয়েছে। অনুমোদন ছাড়া কাজ করা যাবেও না। ভবিষ্যতের ঝুঁকি এড়াতে নিয়মবহির্ভূতভাবে আমরা কোনো কাজ করব না। এখানে নির্মাণকারী প্রতিষ্ঠানের লোকজন কীভাবে কী করেছে, সেটা আমাদের জানা নেই। আর আমরা যারা জমির মালিক আছি, তারা চাই নিয়ম মেনেই সব হোক। আজকে অনিয়ম করে ভবন নির্মাণ করলে পরে রাজউক তা ভেঙে দেবে, এমনটা আমরা চাই না।’

অভিযানের বিষয়ে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভিন বলেন, ‘নিয়মবহির্ভূত নকশায় ইমারত তৈরির কারণে এখানে অভিযান চালানো হয়েছে। নিয়ম অনুযায়ী ভবনের সামনে একটি সাইনবোর্ড থাকার কথা, যেটি আমরা দেখতে পাইনি। ভবনের নির্মাণে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান আমাদের একটি নকশা দেখিয়েছে, যার সঙ্গে নির্মাণকাজের অসামঞ্জস্যতা পরিলক্ষিত হয়। যতটুকু কাজ নকশাবহির্ভূত করা হয়েছে, ততটুকু অপসারণ করা হচ্ছে। এ ছাড়া বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্নকরণসহ এক লাখ টাকা জরিমানা এবং কাজ স্থগিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।’

অভিযানে আরও উপস্থিত ছিলেন রাজউকের সহকারী অথরাইজড অফিসার এফ আর আশিক আহমেদ, ইমারত পরিদর্শক রাজিকুল ইসলাম প্রমুখ।

গার্মেন্টস বন্ধের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৪ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদের ভোট না করার ঘোষণায় ক্ষুব্ধ দল

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি আটকে ছাত্রসংগঠনের বিক্ষোভ

নির্বাচন কে করবে আর করবে না—সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই বসানো হয়েছে মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বাল্কহেড

নারায়ণগঞ্জে এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাত

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১৮ ভবন খালি করার নির্দেশ