হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ত্রিভুজ প্রেমের বিরোধে সংঘর্ষ, স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রেমঘটিত বিরোধের জেরে মেহেদি হাসান সজীব (১৬) নামে এক দশম শ্রেণির ছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার ভুলতা স্কুল অ্যান্ড কলেজের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আরও তিন শিক্ষার্থীকে কুপিয়ে জখম করা হয়। 

নিহত সজীব চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কালীপুর এলাকার শফিকুল ইসলামের ছেলে। সে তার পরিবারের সঙ্গে রূপগঞ্জের বলাইখা এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করত। হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির হোসেন। 

স্থানীয়দের মাধ্যমে জানা যায়, সজীব ভুলতা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। একই ক্লাসের এক ছাত্রীকে পছন্দ করত সে। ওই ছাত্রীকে আবার সাকিব হাসান নামে আরেক শিক্ষার্থী প্রেম নিবেদন করে আসছিল। এ নিয়ে সজীব ও সাকিবের বন্ধুদের মধ্যে বিরোধ দেখা দেয়। গত শুক্রবার বিকেলে এ ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়িয়ে পড়ে তারা। 
 
হাতাহাতির জের ধরে দুপুরে কয়েক যুবক সজীবকে স্কুলের বাইরে ডেকে নিয়ে যায়। সেখানে প্রথমে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে সজীবের বন্ধুদের ওপর সাকিবের বন্ধুরা ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়। একপর্যায়ে সাকিবের বন্ধুরা কুপিয়ে হত্যা করে সজীবকে। আহত করে ইফতি, অনিক ও শিমুল নামে আরও তিনজনকে। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

এ বিষয়ে স্কুলের অধ্যক্ষ আবদুল আউয়াল বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা ঘটবে তা ভাবতেও পারিনি। প্রেমঘটিত বিষয়ে খুনের মতো ঘটনা লজ্জাজনক। যারা এ কাজ করেছে, আমরা প্রশাসনকে শক্ত হাতে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি।’ 

সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির হোসেন বলেন, ‘সজীবকে স্কুলের সামনেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আরও তিনজন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। হামলার সঙ্গে জড়িত বেশ কয়েকজনের নাম পেয়েছি। তাদের আটক করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।’

৩ দিন পর সিদ্ধান্ত পাল্টে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদের

গার্মেন্টস বন্ধের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৪ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদের ভোট না করার ঘোষণায় ক্ষুব্ধ দল

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি আটকে ছাত্রসংগঠনের বিক্ষোভ

নির্বাচন কে করবে আর করবে না—সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই বসানো হয়েছে মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বাল্কহেড

নারায়ণগঞ্জে এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাত