হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

জাল ভোট দেওয়ার চেষ্টা, তিন উপজেলায় ৪ জনের সাজা 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁ, আড়াইহাজার ও রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচনে জাল ভোট দেওয়ার চেষ্টা, এজেন্ট বের করে দেওয়ার অভিযোগে চার যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে সোনারগাঁয়ে একজন, আড়াইহাজারে একজন ও রূপগঞ্জ উপজেলার দুজন রয়েছেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন, সোনারগাঁয়ের কবির হোসেনের ছেলে আবু হানিফ, আড়াইহাজারের সমির উদ্দিন ভুঁইয়ার ছেলে জাইদুল করিম ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলার মাঝিনা এলাকার আলী হোসেনের ছেলে ইমরান হোসেন ও আব্দুল জলিলের ছেলে মফিজুল ইসলাম। 

বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক সাকিব আল রাব্বি। 

সোনারগাঁয়ে আবু হানিফ জাল ভোট দেওয়ার সময় আটক হন প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের কারাদণ্ড দেন। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। তিনি প্রবাসী জুয়েল নামে এক ব্যক্তি সেজে জাল ভোট দিতে এসেছিলেন। 

আড়াইহাজারের জাইদুল করিম ভূঁইয়া দোয়াত কলম প্রতীকের পোলিং এজেন্ট বের করে দেন ও তাঁদের মারধর করেন। এই অভিযোগে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয় ও অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত জাইদুল উপজেলা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম ভুঁইয়ার ছোট ভাই। 

রূপগঞ্জ উপজেলার মাঝিনা আহমদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় জাল ভোট দিতে এসে আটক হন ইমরান ও মফিজুল। এ সময় তাঁদের ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্রসহ আটক ৫

শেখ হাসিনার রেখে যাওয়া বিচারব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি: রফিউর রাব্বি

মাদক কারবারি ফাইটার মনির পুলিশের জালে, দেশীয় অস্ত্র উদ্ধার

ছাত্র আন্দোলনের মামলায় যুব মহিলা লীগ নেত্রীসহ ২ জন গ্রেপ্তার

মাহফিল থেকে ফেরার পথে ইসলামি বক্তার গাড়িতে ডাকাতি, আহত ২

নির্বাচনের জন্য ডোনেশন চেয়ে এনসিপি প্রার্থীর পোস্ট