হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

জাল ভোট দেওয়ার চেষ্টা, তিন উপজেলায় ৪ জনের সাজা 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁ, আড়াইহাজার ও রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচনে জাল ভোট দেওয়ার চেষ্টা, এজেন্ট বের করে দেওয়ার অভিযোগে চার যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে সোনারগাঁয়ে একজন, আড়াইহাজারে একজন ও রূপগঞ্জ উপজেলার দুজন রয়েছেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন, সোনারগাঁয়ের কবির হোসেনের ছেলে আবু হানিফ, আড়াইহাজারের সমির উদ্দিন ভুঁইয়ার ছেলে জাইদুল করিম ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলার মাঝিনা এলাকার আলী হোসেনের ছেলে ইমরান হোসেন ও আব্দুল জলিলের ছেলে মফিজুল ইসলাম। 

বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক সাকিব আল রাব্বি। 

সোনারগাঁয়ে আবু হানিফ জাল ভোট দেওয়ার সময় আটক হন প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের কারাদণ্ড দেন। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। তিনি প্রবাসী জুয়েল নামে এক ব্যক্তি সেজে জাল ভোট দিতে এসেছিলেন। 

আড়াইহাজারের জাইদুল করিম ভূঁইয়া দোয়াত কলম প্রতীকের পোলিং এজেন্ট বের করে দেন ও তাঁদের মারধর করেন। এই অভিযোগে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয় ও অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত জাইদুল উপজেলা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম ভুঁইয়ার ছোট ভাই। 

রূপগঞ্জ উপজেলার মাঝিনা আহমদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় জাল ভোট দিতে এসে আটক হন ইমরান ও মফিজুল। এ সময় তাঁদের ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

জামিনে বেরিয়ে হত্যা মামলার বাদীর ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

হাদির হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অন্ধকারকে দোষারোপ নয়, মোমবাতি হয়ে উঠতে হবে

শীতলক্ষ্যা তৃতীয় সেতুর নতুন নাম ‘শহীদ ওসমান হাদি’

ঘন কুয়াশায় নোঙর করে রাখা বাল্কহেডে লঞ্চের ধাক্কা, ১১ ঘণ্টা পর দুই লাশ উদ্ধার

ঘন কুয়াশায় নোঙর করে রাখা বাল্কহেডে লঞ্চের ধাক্কা, নিখোঁজ ২

নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার পর শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার আসামির জবানবন্দি

অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

যুবশক্তির তিন নেতাকে হত্যার হুমকি, সোনারগাঁ থানায় জিডি

নিখোঁজের ১৮ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার