হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে ইট দিয়ে থেঁতলে দেওয়া হলো সাংবাদিককে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

আহত সাংবাদিক রিয়াজ হোসেন। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে এক সাংবাদিককে ইট দিয়ে থেঁতলে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার রাতে পূর্বাচল ৩ নম্বর সেক্টরের ছমু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিকের নাম রিয়াজ হোসেন। তিনি একাত্তর টেলিভিশনে কর্মরত। তাঁর ওপর হামলার ঘটনায় অভিযুক্তরা হলেন রূপগঞ্জ সদর ইউনিয়নের ফারুক মোল্লা, তাঁর ছেলে বাঁধন মোল্লা, ইমন মোল্লা ও ফাহিম মোল্লা; সুমন মোল্লা, কাজল মোল্লা ও রিজভী মোল্লা।

সাংবাদিক রিয়াজ জানান, ফারুকের সঙ্গে তাঁর পূর্ববিরোধ ছিল। এর জের ধরে বুধবার রাতে অভিযুক্ত ব্যক্তিরা পরিকল্পিতভাবে হামলা চালান। তাঁরা রিয়াজের মাথা, ঘাড় ও পিঠে ইট দিয়ে আঘাত করেন। এ সময় তাঁর চিৎকার শুনে বন্ধু মাসুদ চৌধুরী এগিয়ে এলে হামলাকারীরা তাঁকেও পিটিয়ে গুরুতর আহত করেন। তখন দুজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাঁদের হত্যার হুমকি দিয়ে চলে যান।

পরে আহত দুজন স্থানীয় লোকজনের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখান থেকে তাঁরা উন্নত চিকিৎসার জন্য একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি হন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ‘হামলার খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের টিম গিয়েছিল। জড়িতদের ধরতে অভিযান চলছে।’

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই বসানো হয়েছে মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বাল্কহেড

নারায়ণগঞ্জে এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাত

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১৮ ভবন খালি করার নির্দেশ

নারায়ণগঞ্জে ঘুরতে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ

রূপগঞ্জে ফেসবুক মন্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫

নারায়ণগঞ্জ শহরের সুগন্ধা প্লাস রেস্তোরাঁয় বাসি খাবার, লাখ টাকা জরিমানা

সোনারগাঁয়ে বিস্ফোরণে শিশুসহ এক পরিবারের চারজন দগ্ধ

চাকরির কথা বলে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, থানায় মামলা

পরকীয়ার জেরে খুন হন সুমন খলিফা, স্ত্রী-প্রেমিকসহ গ্রেপ্তার ৬