হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

বাণিজ্য মেলা আর টোল আদায়ে ধীরগতি, গাউছিয়া-কুড়িল মহাসড়কে ১০ কিমি যানজট

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া-কুড়িল সড়কের গাউছিয়া থেকে কাঞ্চন সেতুর টোল প্লাজা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার জুড়ে তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আজ সোমবার (৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকেও এমন চিত্র দেখা যায়। পুলিশ বলছে, বাণিজ্য মেলার কারণে সড়কে যানবাহনের চাপ তুলনামূলক বেশি। সেই সঙ্গে কাঞ্চন সেতুর টোল আদায়ে ধীরগতির কারণে এ যানজট। 

এ নিয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা পুলিশের টিআই (প্রশাসন) এম এ করিম বলেন, ‘কাঞ্চন সেতুর টোল আদায়ে ধীরগতির কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। এ ছাড়া ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার কারণে সড়কে যানবাহনের চাপও তুলনামূলক বেশি। তবে পুলিশ যানজট নিরসনে কাজ করে যাচ্ছে। আশা করছি, শিগগির যানজট নিয়ন্ত্রণে আসবে।’ 

সরেজমিনে গাউছিয়া-কুড়িল সড়কে গেলে দেখা যায়, তীব্র যানজটের কারণে অনেকে হেঁটে গন্তব্যস্থলে যাওয়ার চেষ্টা করছেন। 

নিয়মিত এই সড়কে যাতায়াত করা আব্দুল কাইয়ুম নামের এক ট্রাকচালক বলেন, ‘এখন আমাদের জন্য এই সড়কে যানজট নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। তবে গত কয়েক দিনের তুলনায় আজকে যানজট বেশি। প্রায় দুই ঘণ্টা ধরে রূপগঞ্জের নলপাথর এলাকায় আছি। অথচ এখান থেকে কাঞ্চন সেতু পার হতে ২০-২৫ মিনিট সময় লাগে।’ 

দীনেশ চন্দ্র পাল নামের এক বাসযাত্রী বলেন, ‘পাঁচ বছরের শিশুকে নিয়ে মহাখালী হাসপাতালে যাওয়ার জন্য বাসে উঠেছি। কিন্তু দেড় ঘণ্টা পেরিয়ে গেছে, এখনো কালাদির বড়বাড়ি এলাকাই পার হতে পারিনি। কখন কাঞ্চন সেতু পার হব, আর কখন হাসপাতালে যেতে পারব বুঝতে পারছি না। এদিকে গাড়ি আটকে থাকার কারণে বাচ্চাটা খুব কান্নাকাটি করছে।’ 

বন্ধুবান্ধবকে নিয়ে বাণিজ্য মেলায় যাচ্ছিলেন একদল তরুণ-তরুণী। কথা হলে তাঁরা জানান, যানজটের কারণে হেঁটেই কাঞ্চন সেতুর দিকে যাচ্ছেন তাঁরা। কিছুটা কষ্ট হলেও মেলায় সন্ধ্যার আগে পৌঁছাতে চাইলে এ ছাড়া আর কোনো উপায় নেই। 

যুবশক্তির তিন নেতাকে হত্যার হুমকি, সোনারগাঁ থানায় জিডি

নিখোঁজের ১৮ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

ধলেশ্বরী নদীতে ফেরি থেকে ট্রাকসহ ৫ যান নদীতে, নিহত ৩

চলন্ত ফেরি থেকে মাঝনদীতে পড়ল ট্রাকসহ ৫ যান

৩ দিন পর সিদ্ধান্ত পাল্টে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদের

গার্মেন্টস বন্ধের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৪ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদের ভোট না করার ঘোষণায় ক্ষুব্ধ দল

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি আটকে ছাত্রসংগঠনের বিক্ষোভ

নির্বাচন কে করবে আর করবে না—সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার: স্বরাষ্ট্র উপদেষ্টা