সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক স্থান থেকে অজ্ঞাতপরিচয় দুই পুরুষের লাশ উদ্ধার করেছে কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ। আজ বুধবার সকালে সোনারগাঁ উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের ললাটি বাসস্ট্যান্ড থেকে একজন এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাড়িয়ার চর এলাকা থেকে আরেকজনের লাশ উদ্ধার করা হয়েছে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, পৃথক স্থান থেকে অজ্ঞাত দুটি লাশ উদ্ধার করা হয়েছে। লাশ দুটি সিআইডি ও পিবিআই তদন্ত করার পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।