হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সাবেক প্রেমিকার ব্যক্তিগত ছবি পরিচিতদের মেসেঞ্জারে, যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সদর উপজেলায় সাবেক প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পরিচিত ব্যক্তিদের ফেসবুকের মেসেঞ্জারে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে শামীম খান (৩০) নামের এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় আজ বুধবার বিকেলে সদরের ফতুল্লায় পশ্চিম তল্লা আজমেরীবাগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শামীমের বাড়ি জামালপুরের মেলান্দহ থানার আমবাড়িয়া গ্রামে। তিনি পরিবারের সঙ্গে আজমেরীবাগ এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

যুবককে গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসিন মিয়া। তিনি বলেন, ‘অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে শামীমকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় মামলা করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার তাঁকে আদালতে পাঠানো হবে।’

মামলা থেকে জানা গেছে, দেড় বছর আগে শামীমের সঙ্গে এক তরুণীর (২৪) সম্পর্ক ভেঙে যায়। সম্পর্ক চলার সময় দুজনের ব্যক্তিগত ছবি শামীমের মোবাইল ফোনে ধারণ করা ছিল। পরবর্তীতে পারিবারিকভাবে ওই তরুণী বিয়ে করে সংসার শুরু করেন। বিয়ের পর তাঁর স্বামী বিদেশে গেলে শামীম বিভিন্ন সময় বিরক্ত ও কুপ্রস্তাব দিতেন। এতে রাজি না হওয়ায় পুরোনো ছবি তরুণীর পরিচিত ব্যক্তিদের মেসেঞ্জারে ছড়িয়ে দেন।

ওই ঘটনায় তরুণী বাদী হয়ে আজ থানায় অভিযোগ দিলে সঙ্গে সঙ্গে শামীমকে আটক করে পুলিশ। পরে সন্ধ্যায় থানায় মামলা দায়ের করা হয় বলে জানায় পুলিশ।

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্রসহ আটক ৫

শেখ হাসিনার রেখে যাওয়া বিচারব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি: রফিউর রাব্বি

মাদক কারবারি ফাইটার মনির পুলিশের জালে, দেশীয় অস্ত্র উদ্ধার

ছাত্র আন্দোলনের মামলায় যুব মহিলা লীগ নেত্রীসহ ২ জন গ্রেপ্তার