হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ইভিএমের নির্বাচনে যাওয়া উচিত নয়, বললেন পরাজিত মেয়রপ্রার্থী তৈমুর

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ভোট গ্রহণে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হয় এমন নির্বাচনে রাজনৈতিক দলগুলোর যাওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনে পরাজিত মেয়রপ্রার্থী তৈমুর আলম খন্দকার। 

আজ সোমবার দুপুরে নেতাকর্মীদের জামিন শুনানির পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

তৈমুর আলম বলেন, ‘আমি মনে করি ইভিএম ব্যবহার করা হলে কোনো রাজনৈতিক দলের নির্বাচনে যাওয়া উচিত না। যারা নৌকাকে জেতানোর জন্য এসব ঘটনা ঘটিয়েছেন তাঁদের প্রত্যেককে জবাবদিহি করতে হবে একদিন। মনে রাখতে হবে, কেউ জবাবদিহির ঊর্ধ্বে নয়।’ 

তৈমুর আলম অভিযোগ করেন, নাসিক নির্বাচনে ভোট গ্রহণের আগে কয়েক দিনের মধ্যে যারা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তাঁরা সবাই তাঁর সঙ্গে সম্পৃক্ত। পুলিশ নৌকার প্রার্থীকে জয়ী করতেই এই লোকগুলোকে গ্রেপ্তার করেছে। 

শুধু তাঁর সমর্থক হওয়ায় জয়দেব মণ্ডল নামে এক যুবককে হেফাজতে ইসলামের কর্মী সাজিয়ে মামলা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তৈমুর আলম। তিনি বলেন, ‘এখন হিন্দুরাও হেফাজত করে। পুলিশ অফিসাররা এসব নাটক করে সরকারকে খুশি করতে আমার লোকজনকে জেলে নিয়েছে।’ 

তৈমুর বলেন, ‘এই সরকার ও তার এজেন্সির কারণে ন্যূনতম লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না। নৌকার ভরাডুবিকে সামনে দেখে তাঁরা এসব করেছেন। আমি তাঁদের অত্যাচার নির্যাতনের মধ্যে নির্বাচনটা করেছি।’ 

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন তৈমুর আলম খন্দকার। বিএনপি দলীয় ভাবে এবার স্থানীয় সরকার নির্বাচন বর্জন করে। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে তৈমুর আলম খন্দকার নাসিক নির্বাচন মেয়রপ্রার্থী হওয়ায় তাঁকে সেই দায়িত্ব থেকে প্রথমে অব্যাহতি দেওয়া হয়। পরে দল থেকেই বহিষ্কার করে বিএনপি। 

নারায়ণগঞ্জের ফতুল্লায় তরুণকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

সোনারগাঁয়ে লরি বিকল: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

জামিনে বেরিয়ে হত্যা মামলার বাদীর ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

হাদির হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অন্ধকারকে দোষারোপ নয়, মোমবাতি হয়ে উঠতে হবে

শীতলক্ষ্যা তৃতীয় সেতুর নতুন নাম ‘শহীদ ওসমান হাদি’

ঘন কুয়াশায় নোঙর করে রাখা বাল্কহেডে লঞ্চের ধাক্কা, ১১ ঘণ্টা পর দুই লাশ উদ্ধার

ঘন কুয়াশায় নোঙর করে রাখা বাল্কহেডে লঞ্চের ধাক্কা, নিখোঁজ ২

নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার পর শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার আসামির জবানবন্দি

অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২