হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

জিয়াকে স্যালুট দিতে কর্মীদের ধমক, নিয়ন্ত্রণ হারিয়ে হাসির পাত্র নেতা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাষাঢ়া শহীদ মিনারে আয়োজন করা হয় জেলা বিএনপির পথসভা। সেখানে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি জিয়াউর রহমানের প্রতিকৃতি দেখিয়ে স্যালুট জানানোর আহ্বান করেন। ধমকের স্বরে দেওয়া তাঁর আহ্বানে বেশ কিছু নেতা-কর্মী জিয়াউর রহমানের প্রতিকৃতির প্রতি স্যালুট জানান।

এদিকে তাঁর এমন কর্মকাণ্ডে জেলার শীর্ষ নেতারা হাসিতে ফেটে পড়েন। কারণ ধমক দিয়ে স্যালুট করতে বলার একপর্যায়ে অনেকটাই নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাওয়ার উপক্রম হয় মনিরুল ইসলাম রবির।

মূলত চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারের ঠিক বিপরীত পাশে অবস্থিত শহীদ জিয়া হল। সেই হলের একদম ওপরে রয়েছে জিয়াউর রহমানের একটি প্রতিকৃতি। পুরো শহরে বিএনপির একমাত্র প্রতিকৃতি হিসেবে রয়েছে এটি। যদিও জিয়া হল বর্তমানে কোনো কাজেই ব্যবহার করা হয় না। পুরো হলটিই প্রায় পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

সভায় জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি তাঁর বক্তব্যের শুরুতেই ধমকের সুরে বলেন, ‘আপনারা যারা আমার কথা শুনছেন তাঁরা পেছনে ফিরে দেখেন। সবাই ফিরে দেখেন। কী দেখা যায়? ফেরেন আপনারা, ফেরেন না কেন? জিয়াকে স্যালুট করেন। স্যালুট করেন জিয়াকে, স্যালুট করেন। ঘোরেন আপনারা মিয়া, স্যালুট করেন। জিয়াকে স্যালুট করেন।’

পথসভায় জেলা বিএনপির এক শীর্ষ নেতা বলেন, ‘জিয়াউর রহমানকে স্যালুট দেওয়াটা বেশ ভালো সিদ্ধান্ত ছিল। তবে এর জন্য আগে থেকেই কর্মীদের জানিয়ে রাখা প্রয়োজন। সভার শেষ দিকে কর্মীরা স্বাভাবিকভাবেই একটু দৃষ্টি ঘুরিয়ে নিজেদের মধ্যে কুশল বিনিময় করেন। সেই সময় কর্মীদের দিকে আঙুল তুলে, ধমক দিয়ে, চিৎকার করে স্যালুট দিতে নির্দেশ দেওয়াটা দৃষ্টিকটু ছিল। এ জন্যই হাস্যরস তৈরি হয়েছে।’ 

চাকরির কথা বলে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, থানায় মামলা

পরকীয়ার জেরে খুন হন সুমন খলিফা, স্ত্রী-প্রেমিকসহ গ্রেপ্তার ৬

স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতার, ‘ডাকাত’ বললেন আরেক নেতা

বিড়াল কবুতরের বাচ্চা খাওয়ায় মারামারি, নিহত ১

দুই সন্তান রেখে উধাও প্রবাসীর স্ত্রী, থানায় অভিযোগ

ভাড়া নিয়ে কেটে ফেলা জাহাজ আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার শর্তে সমঝোতা

ফতুল্লায় যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের চার আসন: বিএনপির বিরোধের জেরে সম্ভাবনা দেখছে জামায়াত

নারায়ণগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

চট্টগ্রাম থেকে ভাড়ায় জাহাজ এনে কেটে বিক্রি, ছাত্রদল নেতাসহ ৭ জনের নামে মামলা