হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে কারাগারে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামির মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

আব্দুল আউয়াল। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ জেলা কারাগারে আব্দুল আউয়াল (৬২) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের মামলার আসামি। গতকাল রোববার রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল আউয়ালের মৃত্যু হয়।

আজ সোমবার বিকেলে আব্দুল আউয়ালের মৃত্যুর বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কারাগারের জেলার মামুনুর রশিদ।

মামুনুর রশিদ বলেন, আব্দুল আউয়াল গতকাল রাতে অসুস্থ হয়ে পড়লে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হয়। এরপরে হাসপাতাল থেকে ঢাকায় রেফার্ড করলে আমরা ঢাকা কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাই। রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মারা যান।

নিহতের ছেলে জামান সাংবাদিকদের জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় আব্দুল আউয়ালের বিরুদ্ধে দুটি মামলা দেওয়া হয়েছে। তিনি সিদ্ধিরগঞ্জ হাউজিং প্লট মালিক সমিতির সভাপতি ছিলেন। গত ২ সেপ্টেম্বর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। গত রোববার উচ্চ আদালত থেকে দুটি মামলায় তাঁর জামিন মঞ্জুর হয়। বিষয়টি জেলে গিয়ে তাঁকে জানিয়ে আসা হয়েছিল। জামিনে মুক্ত হওয়ার আগেই তিনি অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন।

৩ দিন পর সিদ্ধান্ত পাল্টে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদের

গার্মেন্টস বন্ধের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৪ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদের ভোট না করার ঘোষণায় ক্ষুব্ধ দল

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি আটকে ছাত্রসংগঠনের বিক্ষোভ

নির্বাচন কে করবে আর করবে না—সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই বসানো হয়েছে মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বাল্কহেড

নারায়ণগঞ্জে এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাত