হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের স্টিল মিলে বিস্ফোরণে আরও এক শ্রমিকের মৃত্যু 

ঢামেক প্রতিবেদক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্টিল মিলে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন দগ্ধ ইলিয়াস আলীর (৩৫) পর মারা গেছেন নিয়ন (৩০) নামে আরও এক শ্রমিক। আজ শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যু হয় নিয়নের। এ নিয়ে বিস্ফোরণে তিনজনের মৃত্যু হলো। 

চিকিৎসকের বরাত দিয়ে শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, ‘নিয়নের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান।’

মৃত নিয়নের মামা মো. নাসির উদ্দিন বলেন, ‘নিয়নের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর গ্রামে। তার বাবার নাম আহমদ আলী। বর্তমানে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া এলাকায় থাকত। বাবা-মায়ের একমাত্র ছেলে সে।’

এর আগে বৃহস্পতিবার রাতে ৯৮ শতাংশ দগ্ধ অবস্থায় মারা যান ইলিয়াস আলী। এ ছাড়া শংকর (৪০) নামে একজনের হাসপাতালে আনার পথে মৃত্যু হয়। মৃতদেহগুলো মর্গে রাখা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার গাউছিয়ার সাউঘাট এলাকার আরআইসিএল স্টিল মিলে লোহা গলানোর ভাট্টিতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে গলিত তরল শ্রমিকদের ওপর ছিটকে পড়লে গুরুতর দগ্ধ হন সাতজন। এ ঘটনায় এখন পর্যন্ত তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। আর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন চারজন। তাঁদের মধ্যে ৯৭ শতাংশ দগ্ধ জুয়েল, ৯৫ শতাংশ রাব্বি, ২৮ শতাংশ ইব্রাহিম ও ৯০ শতাংশ দগ্ধ আলমগীর। তাঁদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকেরা।

মিলের সুপারভাইজার হারুন উর রশিদ জানান, শ্রমিকেরা কারখানায় ভাট্টিতে লোহা গলানোর কাজ করছিলেন। ভাট্টির আশপাশে ১৫-১৬ জন শ্রমিকে ছিলেন। হঠাৎ করেই ভাট্টিতে বিস্ফোরণ হয়ে গলিত লোহা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে দগ্ধ হন শ্রমিকেরা। উদ্ধার করে সঙ্গে সঙ্গে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয় তাঁদের।

ড্রামের ভেতর থেকে উদ্ধার যুবকের মরদেহ

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

নারায়ণগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা