হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নিখোঁজ মাদ্রাসাছাত্রের লাশ মিলল পুকুরে, মাথায় আঘাতের চিহ্ন 

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার একটি পুকুর থেকে ছয় দিন ধরে নিখোঁজ থাকা এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম আরাফাত মিয়া (১১)। গতকাল শুক্রবার রাতে লাশটি উদ্ধার করে পুলিশ। 

আরাফাত ওই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসায় চতুর্থ শ্রেণিতে পড়ত। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, গত ২ ডিসেম্বর খেলতে গিয়ে আর ফেরেনি আরাফাত। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে ৪ ডিসেম্বর সোনারগাঁ থানায় তার চাচা মানিক মিয়া সাধারণ ডায়েরি (জিডি) করেন। গতকাল শুক্রবার রাতে গ্রামের কাশেম মিয়ার পুকুরে একটি ভাসমান লাশ দেখতে পান এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে তালতলা তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক আসাদুর রহমান এসে আরাফাতের লাশ উদ্ধার করেন। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। 

এ ঘটনায় আরাফাতের বাবা দেলোয়ার হোসেন অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সোনারগাঁ থানায় হত্যা মামলা করেছেন। তিনি জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য দাবি জানিয়েছেন। 

সোনারগাঁ থানার ওসি মাহবুব আলম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটা হত্যাকাণ্ড। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ড্রামের ভেতর থেকে উদ্ধার যুবকের মরদেহ

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

নারায়ণগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা