হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

বিশ্বজিৎ হত্যা: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইউনুছ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর পুরান ঢাকায় বহুল আলোচিত দরজি দোকানের কর্মী বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি খন্দকার মো. ইউনুছ আলী ওরফে ইউনুছকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তিনি ১০ বছর ধরে পলাতক ছিলেন। গতকাল সোমবার নারায়ণগঞ্জের কেল্লাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন র‍্যাব-২ এর সহকারী মিডিয়া কর্মকর্তা সিনিয়র এএসপি ফজলুল হক। 

ফজলুল হক জানান, ২০১২ সালে ৯ ডিসেম্বর পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের পাশে দরজি দোকানের কর্মচারী বিশ্বজিৎ দাসকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় সূত্রাপুর থানায় দায়ের হওয়া হত্যা মামলা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত শেষে ২১ জন আসামিকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে। বিচারিক কার্যক্রম শেষে ২০১৩ সালের ১৮ ডিসেম্বর ৮ জনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়। গ্রেপ্তার খন্দকার মো. ইউনুছ আলী ওরফে ইউনুছ (৩৬) আদালতে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলেও সে পলাতক থাকে। পরবর্তীতে ২০১৭ সালে মহামান্য হাইকোর্ট এই মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি খন্দকার মো. ইউনুছ আলী ওরফে ইউনুছ (৩৬) এর যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রাখেন। এই সময়ও খোন্দকার ইউনুস আলী পলাতক ছিল। 

এরই ধারাবাহিকতায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল ৩১ অক্টোবর সোমবার দুপুরে নারায়ণগঞ্জের কেল্লাপুর এলাকায় অভিযান চালিয়ে বিশ্বজিৎ হত্যাকাণ্ডের যাবজ্জীবন সাজা প্রাপ্ত পলাতক আসামি ইউনুছ (৩৬) কে গ্রেপ্তার করে র‍্যাব-২। গ্রেপ্তার ইউনুছ মাগুরা জেলার সদর থানার খন্দকার ইয়াকুব আলীর ছেলে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের জড়িত থাকার কথা স্বীকার করে ইউনুছ র‍্যাবকে জানিয়েছে, দীর্ঘদিন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিল। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ কর্মকর্তা। 

সোনারগাঁয়ে লরি বিকল: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

জামিনে বেরিয়ে হত্যা মামলার বাদীর ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

হাদির হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অন্ধকারকে দোষারোপ নয়, মোমবাতি হয়ে উঠতে হবে

শীতলক্ষ্যা তৃতীয় সেতুর নতুন নাম ‘শহীদ ওসমান হাদি’

ঘন কুয়াশায় নোঙর করে রাখা বাল্কহেডে লঞ্চের ধাক্কা, ১১ ঘণ্টা পর দুই লাশ উদ্ধার

ঘন কুয়াশায় নোঙর করে রাখা বাল্কহেডে লঞ্চের ধাক্কা, নিখোঁজ ২

নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার পর শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার আসামির জবানবন্দি

অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

যুবশক্তির তিন নেতাকে হত্যার হুমকি, সোনারগাঁ থানায় জিডি