হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রূপগঞ্জে দুপক্ষের গোলাগুলি, আহত ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন মাসুম বিল্লাহ ও জুবায়ের। মাসুম বিল্লাহ (২৬) গুলিবিদ্ধ হয়েছেন। আর জুবায়ের (২৪) ধারালো অস্ত্রে আঘাতে জখম হয়েছেন।

রূপগঞ্জের ভুলতা ফাঁড়ির পরিদর্শক মুস্তাফিজুর রহমান সংর্ঘষের বিষয়টি নিশ্চিত করেছেন। 

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মাসুম বিল্লাহ নামে একজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। অস্ত্রোপচার করে তার গুলি বের করা হয়েছে। জোবায়ের নামে আরেক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। তারা দুজনই হাসপাতালে চিকিৎসাধীন। 

স্থানীয়রা জানান, মাসুম বিল্লাহ ও রাজন গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। উভয় গ্রুপই গোলাকান্দাইল এলাকায় বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। সংঘর্ষের শুরুতে রাজন গ্রুপের অনুসারীরা মাসুমকে মারধর করে। পরে মাসুমের অনুসারীরা পাল্টা ধাওয়া দেয়। একপর্যায়ে উভয় গ্রুপের মধ্যে গোলাগুলি শুরু হলে আহত হন মাসুম ও জোবায়ের। খবর পেয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির একটি দল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

গতকাল বৃহস্পতিবার রাতে সংঘর্ষের জের ধরে আজ শুক্রবার সকাল ১০ টার দিকে রাজন গ্রুপের এক সদস্য মাসুম বিল্লাহর অনুসারী কাজলের বাড়ির সামনে এসে ফাঁকা গুলি করে। বাড়ির সামনে থাকা সিসিটিভি ফুটেজে সেই চিত্র স্পষ্ট হয়। প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে।  

ভুলতা ফাঁড়ির পরিদর্শক মুস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে সংঘর্ষের খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এই ঘটনায় জড়িত উভয়পক্ষের সন্ত্রাসীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।’

সোনারগাঁয়ে লরি বিকল: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

জামিনে বেরিয়ে হত্যা মামলার বাদীর ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

হাদির হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অন্ধকারকে দোষারোপ নয়, মোমবাতি হয়ে উঠতে হবে

শীতলক্ষ্যা তৃতীয় সেতুর নতুন নাম ‘শহীদ ওসমান হাদি’

ঘন কুয়াশায় নোঙর করে রাখা বাল্কহেডে লঞ্চের ধাক্কা, ১১ ঘণ্টা পর দুই লাশ উদ্ধার

ঘন কুয়াশায় নোঙর করে রাখা বাল্কহেডে লঞ্চের ধাক্কা, নিখোঁজ ২

নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার পর শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার আসামির জবানবন্দি

অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

যুবশক্তির তিন নেতাকে হত্যার হুমকি, সোনারগাঁ থানায় জিডি