হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু, পরিবারের দাবি হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সৈকত নামের এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ শুক্রবার ভোরে উপজেলার পূর্বাচল ২ নম্বর সেক্টর ডেসকো অফিসের পাশে এ ঘটনা ঘটে। তবে নিহতের পরিবারের দাবি, তাঁর বন্ধুরা বিষ খাইয়ে পরিকল্পিতভাবে সৈকতকে হত্যা করেছে।

নিহত সৈকত মিয়া পূর্বাচল উপশহরের ৮ নম্বর সেক্টর সুলফিনা এলাকার মোস্তফা মিয়ার ছেলে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

পূর্বাচল পুলিশ ক্যাম্পের পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, শুক্রবার ভোরে পূর্বাচল ২ নম্বর সেক্টর এলাকায় ডেসকোর  বিদ্যুতের তার চুরি করতে যান সৈকত ও তাঁর সহযোগীরা। এ সময় বিদ্যুতের খুঁটির ওপরে উঠে তার কাটার সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন সৈকত।

পরে সহযোগীরা গুরুতর অবস্থায় সৈকতকে উদ্ধার করে পাশের আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এদিকে খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে নিহত সৈকতের পরিবার। সেখানে তাঁর পরিবারের সদস্যরা দাবি করেন, সৈকতের বন্ধুরা ডেকে নিয়ে তাঁকে হত্যা করেছেন।

নিহত সৈকতের বাবা মোস্তফা মিয়ার বলেন, ‘আমার ছেলেকে রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ওর বন্ধুরা। সকালে শুনি হাসপাতালে সৈকতের লাশ। নাক-মুখ দেখে মনে হচ্ছে, পরিকল্পিতভাবে বিষ খাইয়ে সৈকতকে হত্যা করেছে।’

এ বিষয়ে পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

শীতলক্ষ্যা তৃতীয় সেতুর নতুন নাম ‘শহীদ ওসমান হাদি’

ঘন কুয়াশায় নোঙর করে রাখা বাল্কহেডে লঞ্চের ধাক্কা, ১১ ঘণ্টা পর দুই লাশ উদ্ধার

ঘন কুয়াশায় নোঙর করে রাখা বাল্কহেডে লঞ্চের ধাক্কা, নিখোঁজ ২

নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার পর শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার আসামির জবানবন্দি

অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

যুবশক্তির তিন নেতাকে হত্যার হুমকি, সোনারগাঁ থানায় জিডি

নিখোঁজের ১৮ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

ধলেশ্বরী নদীতে ফেরি থেকে ট্রাকসহ ৫ যান নদীতে, নিহত ৩

চলন্ত ফেরি থেকে মাঝনদীতে পড়ল ট্রাকসহ ৫ যান

৩ দিন পর সিদ্ধান্ত পাল্টে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদের